ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ট্রুডোর

প্রকাশিত: ০৪:১৮, ৭ মে ২০১৭

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ট্রুডোর

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডীয় নরম কাঠ রফতানির বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক প্রত্যাহারে প্রদেশগুলোর সঙ্গে এক সমন্বিত প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন। এ সঙ্গে আমেরিকান কয়লার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে একটি দ্বার উন্মোচিত হলো। খবর গ্লোব এ্যান্ড মেইল অনলাইনের। ট্রুডো শুক্রবার ব্রিটিশ কলাম্বিয়ার (বিসি) প্রধানমন্ত্রী ক্রিস্টি ক্লার্কের কাছে লেখা এক চিঠিতে তাকে নিশ্চিত করে বলেছেন যে, তিনি কানাডার বন শিল্প রক্ষা করবেন। তিনি এ কথাও বলেছেন, অটোয়া ব্রিটিশ কলাম্বিয়ার বন্দরগুলো থেকে থার্মাল কয়লা রফতানির ওপর ক্লার্কের নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ পরীক্ষা করে দেখছে কেন্দ্রীয় সরকার। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর কানাডীয় নরম কাঠ পণ্যের ওপর যে অন্যায্য ও শাস্তিমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র বিরোধিতা করছি আমরা। নতুন স্বাস্থ্যবীমা আইন নিয়ে রিপাবলিকান সিনেটরদের সংশয় রিপাবলিকান সিনেটররা ওবামাকেয়ারের স্থলে নতুন স্বাস্থ্যবীমা আইনটির ভবিষ্যত নিয়ে সংশয়ে রয়েছেন। যদিও কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাদের দলের সদস্যদের ভোটেই এটি পাস হয়েছে। আর নিম্নকক্ষে পাশ হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল আইনটি পাসে আরও এক ধাপ এগিয়ে গেল। তবে সিনেটে এতে বড় ধরনের সংশোধনী আসতে পারে। খবর এএফপির। রিপাবলিকান দলীয় একজন সিনেটর এ ব্যাপারে বলেন, স্বাস্থ্যবীমা নীতির চূড়ান্ত রূপ ‘প্রায় অসম্ভব’। এদিকে ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছে, বিলটি পাস হলে লাখো আমেরিকান স্বাস্থ্যবীমার আওতা থেকে ছিটকে পড়বে। প্রতিনিধি পরিষদে ওবামাকেয়ার বাতিল ও নতুন আইন পাসের জন্য প্রয়োজন ছিল ন্যূনতম ২১৬টি ভোট। গত বৃহস্পতিবার অতিরিক্ত মাত্র ১ ভোটের জোরে খসড়া আইনটি গৃহীত হয়। -ওয়েবসাইট
×