ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দক্ষিণ বাড্ডায় জলাবদ্ধতা

প্রকাশিত: ০৪:১০, ৬ মে ২০১৭

দক্ষিণ বাড্ডায় জলাবদ্ধতা

রাজধানীর দক্ষিণ বাড্ডায় গত কয়েক বছর ধরেই জলাদ্ধতা। এলাকার লোকজন বলছেন, শীত মৌসুম বাদে বছরের বাকিটা সময় সুয়ারেজের পানিতে জলমগ্ন থাকে পুরো এলাকা। এতে ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। এমনকি জল পেরিয়ে মসজিদে নামাজ আদায়েও হচ্ছে সমস্যা। এলাকাবাসীর দাবির মুখে রমজানের আগেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। হাতিরঝিল পেরিয়ে দক্ষিণ বাড্ডায় ঢোকার মুখেই এই সড়কটি বছরের বেশিরভাগ সময় থাকে জলমগ্ন। এলাকার লোকজন বলছেন কয়েক বছর আগেও এই এলাকার সুয়ারেজের পানি গিয়ে পড়ত পাশের জলাশয় হাতিরঝিল ও গুলশান লেকে। কিন্তু গুলশান লেক সংস্কার এবং হাতিরঝিল প্রকল্প হওয়ার পর এই দুটি জলাশয়ের পানিকে দূষনমুক্ত রাখতে বন্ধ করে দেয়া হয় ড্রেনেজ ব্যবস্থা। সুয়ারেজের পানি সরে যাওয়ার জন্য তৈরি করা হয়নি কোন বিকল্প ব্যবস্থাও। আর এসব পানি জমে থাকে রাস্তায়। বৃষ্টি হলে দুর্ভোগ ওঠে চরমে। এলাকার মসজিদে যাওয়ার রাস্তাটিও বেশিরভাগ সময় থাকে জলমগ্ন। কর্তৃপক্ষের কাছে বারবার জানানোর পরও কোন সুফল মেলেনি বলেও জানান তারা। এদিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের আশ্বাস আসছে রমজানের আগেই সমাধান হবে এই সমস্যার। মানুষের ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। -স্টাফ রিপোর্টার
×