ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সোমালিয়ায় জঙ্গী ভেবে মন্ত্রীকে হত্যা

প্রকাশিত: ০৩:৫৬, ৬ মে ২০১৭

সোমালিয়ায় জঙ্গী ভেবে মন্ত্রীকে হত্যা

সোমালিয়ায় নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা এক মন্ত্রীকে জঙ্গী ভেবে গুলি করে হত্যা করেছেন। সোমালিয়া নিরাপত্তা রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, সে দেশের প্রেসিডেন্টের বাসভবনের কাছে রোড ব্লকের দিকে এগিয়ে আসা গাড়িটি সন্দেহজনক মনে হওয়ায় তারা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালান। দায়িত্বরত কর্মীরা মনে করেছিলেন গাড়িটিতে জঙ্গী রয়েছে। কিন্তু যখন তারা তাদের ভুল বুঝতে পারেন ততক্ষণে সব শেষ। খবর এএফপির। গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার পর প্রেসিডেন্ট ফারমাজো সবচেয়ে অল্প বয়সী মন্ত্রী হিসেবে ৩১ বছর বয়সী আবদুল্লাহি শেখ আবাস সিরাজিকে নিয়োগ করেছিলেন। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি সোমালিয়ার প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদ ফারমাজো। তবে তিনি তার আসন্ন ইথোপিয়া সফর বাতিল করেছেন। মোগাদিসুর মেয়রের মুখপাত্র আবদিফাতাহ ওমর হালানে বলেন, ‘ভুল করে ওই গাড়িতে গুলি চালানো হয়। এতে আবদুল্লাহি শেখ আবাস সিরাজির মৃত্যু হয়।’ এই ঘটনায় দুই সেনাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
×