ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সেরা কর কমিশনার নির্বাচিত হয়েছেন আ. জা. মু. জিয়াউল হক

প্রকাশিত: ০৩:৫৪, ৪ মে ২০১৭

সেরা কর কমিশনার নির্বাচিত হয়েছেন আ. জা. মু. জিয়াউল হক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আয়কর ও রাজস্ব আহরণে সফলভাবে দায়িত্ব পালন করায় মার্চ মাসের সেরা কর কমিশনার নির্বাচিত হয়েছেন কর অঞ্চল-১৪ ঢাকার কর কমিশনার আ, জা, মু, জিয়াউল হক। গত ২৯ শে মার্চ এনবিআর সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। আ, জা, মু, জিয়াউল হক বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচ অর্থাৎ ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া থানার মরহুম গোলাম হোসেন সাহেবের কনিষ্ঠ পুত্র এবং ফেনী জেলার বিশিষ্ট শিল্পপতি মরহুম আব্দুল কুদ্দুস সাহেবের মেয়ের জামাতা। জিয়াউল হক এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং ঢাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত আছেন। তিনি কর বিভাগে ১৯৮৮ সালে যোগদানের পর থেকে অদ্যাবধি সবসময় বাজেট লক্ষ্যমাত্রা পূরণ করে আসছেন। কর আদায় এবং কর ফাঁকি উদঘাটন করে তিনি সরকার থেকে বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়েছেন। কর অঞ্চল-১৪ ঢাকাতে যোগদানের পূর্বে তিনি কর অঞ্চল-২ চট্টগ্রাম, কর অঞ্চল রাজশাহী এবং আপীলাত ট্রাইব্যুনালের সদস্য ছিলেন।
×