ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কার্ডের মাধ্যমে দেশে আনা যাবে ফ্রিল্যান্সারদের আয়

প্রকাশিত: ০৩:৫৩, ৪ মে ২০১৭

কার্ডের মাধ্যমে দেশে আনা যাবে ফ্রিল্যান্সারদের আয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে দেশে আনা যাবে ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয়। ফলে এখন থেকে পূর্ব ঘোষণা ছাড়াই আয়ের প্রায় ১০ হাজার ডলার পর্যন্ত আনতে পারবেন দেশের বিভিন্ন ব্যাংকের আন্তর্জাতিক কার্ডধারী ফ্রিল্যান্সাররা। গত মঙ্গলবার জারি করা কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এ সংক্রান্ত এক সার্কুলারে বিষয়টি জানানো হয়েছে। ওই সার্কুলারে বলা হয়, ফিল্যান্সাররা কার্ডের মাধ্যমে দেশে আসা অর্থের ৭০ শতাংশ ডলার হিসেবে ও ৩০ শতাংশ টাকা হিসেবে রাখতে পারবেন।
×