ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের প্রথম চা কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত: ০৫:২৮, ২৬ এপ্রিল ২০১৭

ঠাকুরগাঁওয়ের প্রথম চা কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে এ প্রথম মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের শাহবাজপুরে গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের চা তৈরির একটি বেসরকারী কারখানার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দুপুরে কারখানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম কারখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা এবং সুইচ টিপে কারখানার মেশিন চালু করেন। গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেনÑ বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম এনডিসি, সাবেক সচিব এ এম আব্দুল জব্বার, বিবিএলটিএফএর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্মল টি গার্ডেন ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন, ক্ষুদ্র চা চাষী আশুতোষ বসাক, রাজু প্রমুখ। কারখানার এমডি ফয়জুল ইসলাম হিরু জানান, ওই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, চা শিল্পের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে এই চা কারখানা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কারখানায় প্রতিদিন ১০ হাজার কেজি ও বাৎসরিক ২২ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জেলা ও তার আশপাশের অসংখ্য চাষী অনেক দিন থেকে চা চাষ করে আসছিলেন। কিন্তু তারা এত দিন সে চা পাতার ন্যায্য মূল্য পাননি। আশা করছি এখন থেকে সেই সমস্যা আর থাকবে না। এ চা কারখানা ও এলাকার চা চাষীদের উন্নয়নে আরও অনেক পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান । বালিয়াডাঙ্গী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী উঁচু জমিতে চা বাগান করেছেন এ শিল্পোদ্যোক্তা। বগুড়ায় সপ্তাহব্যাপী কুটির শিল্প মেলা শুরু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) বগুড়ার উদ্যোগে মঙ্গলবার সকালে সপ্তাহজুড়ে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা হয়েছে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। মেলার ৫০টি স্টলে বগুড়া এবং আশপাশের এলাকার ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎপাদিত নানা ধরনের পণ্য প্রদর্শিত হয়। বিসিক জানায় গত কয়েক বছরে বগুড়ার প্রত্যন্ত গ্রামে অনেক উদ্যোক্তা হালকা প্রকৌশল শিল্পে যন্ত্রপাতি তৈরি করে নিয়ে বিভিন্ন পণ্য বানাচ্ছে। এতে উৎপাদন খরচ অনেকে কমেছে। সবচেয়ে বড় সমস্যা হলো এসব পণ্য বাজারজাত করা করা। মেলায় এই বিষয়টির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
×