ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিন্ধু পার্লামেন্টে সর্বসম্মত প্রস্তাব পাস

নওয়াজকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার আহ্বান

প্রকাশিত: ০৩:৪৮, ২৩ এপ্রিল ২০১৭

নওয়াজকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার আহ্বান

নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শুক্রবার সিন্ধু প্রদেশের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে। বলা হয়েছে শরিফ সরকারপ্রধানের দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। সিন্ধুর পার্লামেন্ট বিষয়কমন্ত্রী নিসার আহমেদ খুড়ো সুপ্রীমকোর্টের দেয়া সাম্প্রতিক একটি রুলিং কথা উল্লেখ করে বলেন দুজন বিচারপতি প্রধানমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই তার সরকারপ্রধানের পদটি ছেড়ে দেয়া উচিত। ডেপুটি স্পীকার শেহলা রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত পার্লামেন্টের অধিবেশনে প্রস্তাবটি পাস হয়। খুড়ো বলেন, শরিফের আর্থিক লেনদেনে অসচ্ছতা রয়েছে। এ কারণে একটি যৌথ তদন্ত দল গঠনের বিষয়ে সব বিচারপতি একমত হয়েছেন। তিনি বলেন, ‘দেশের প্রধান নির্বাহী এখন সন্দেহভাজনের তালিকায়, বিষয়টি দুর্ভাগ্যজনক। জাতীয় পরিষদে তিনি মিথ্যা বলেছেন এবং আদালতে বলেছেন এটি ছিল তার রাজনৈতিক বক্তব্য। তিনি দেশকে অসম্মানিত করেছেন। তাই প্রধানমন্ত্রীর পদে থাকার কোন নৈতিক অধিকার তার নেই। মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম), পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এবং পাকিস্তান মুসলিগ লীগ-ফাঙ্কশনালের (পিএমএল-এফ) আইনপ্রণেতারা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। তারা কেবল প্রধানমন্ত্রীর সমালোচনাই করেননি। বরং সিন্ধুতে একটি যৌথ তদন্ত দল গঠনের বিষয়ও একমত হন। এমকিউএম পার্লামেন্টারি নেতা সৈয়দ সরদার আহমেদ বলেন, এটি একটি অন্তর্বর্তী সিদ্ধান্ত যেখানে দুজন বিচারপতি ভিন্নমত পোষণ করেছেন। তাই বিষয়টি আদালতের আওতাধীন এবং আমাদের এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। জবাবে পাকিস্তান পিপলস পার্টির তৈমুর তালপুর বলেন, এটি অন্তর্বর্তী সিদ্ধান্ত বা আদালতের আওতাধীন কোন বিষয় নয়। আদালত যৌথ তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছে। তিনি আরও বলেন, যৌথ তদন্ত দল কাজ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসারের তত্ত্বাবধানে। তাই এ থেকে কি ধরনের সিদ্ধান্ত আসাতে পারে তা সহজেই অনুমান করা যায়। তার বক্তব্য শেষ হতে না হতে প্রাদেশিক মন্ত্রী ইমদাদ পিটাফি তার আসন তেকে উঠে দাঁড়িয়ে শরিফের বিরুদ্ধে সেøাগান দিতে থাকেন। তার সঙ্গে সুর মিলিয়ে পিপিপির অন্য সদস্যরাও এখনই শরিফকে ক্ষমতা ছেড়ে দেয়ার জন্য সেøাগান দেন। পিএমএল-এফ নেতা মাহতাব আকবর রাশদি এ বিষয়ে কিছুটা ভিন্নমত পোষণ করে বলেন, গরিব জনসাধারণ অবস্থার ভুক্তভোগী হচ্ছে। তাদের সমস্যা সমাধানের জন্য কেউ কথা বলছে না।
×