ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৩৫তম বিসিএস

নন-ক্যাডার প্রথম শ্রেণীর ফল প্রকাশ

প্রকাশিত: ০৫:২৫, ১৮ এপ্রিল ২০১৭

নন-ক্যাডার প্রথম শ্রেণীর ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ ৩৫তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার প্রথম শ্রেণীর পদের ফল প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ পেয়েছেন ৩৯৮ জন প্রার্থী। যাদের মধ্যে ৩ জনের ফল স্থগিত আছে। নন-ক্যাডার পদে নিয়োগের জন্য নির্ধারিত সংশোধিত বিধিমালা অনুসারে বিসিএসে পাস করেও যারা ক্যাডার পদ পাননি তাদের মধ্য থেকে সকল যোগ্যতা বিবেচনায় নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি। সোমবার প্রকাশিত এ ফল পিএসসির ওয়েবসাইট ww(w.bpsc.gov.bd) এ পাওয়া যাচ্ছে। এর আগে ৩৫তম বিসিএস পরীক্ষার পর বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। সম্প্রতি ক্যাডার পদের প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে জানা গেছে, বিধান অনুসারে পরবর্তী বিসিএসের ফল প্রকাশের আগ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক বিভিন্ন শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ দেয়ার চেষ্টা করছে কমিশন। চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জনকণ্ঠকে বলেছেন, আমরা প্রথম পর্যায়ে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদের ফল প্রকাশ করেছি। দ্বিতীয় শ্রেণীর পদের ফল প্রকাশের আগে শীঘ্রই প্রথম শ্রেণীর আরও দেড়শত বা তারও কিছু বেশি পদের ফল প্রকাশ করা হবে। আমরা চাই সর্বোচ্চ সংখ্যক প্রার্থী উপকৃত হোক। মন্ত্রণালয় থেকেও আমরা চাহিদাপত্র পাচ্ছি। জানা গেছে, প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদের জন্য মনোনীতদের মধ্যে সমাজসেবা অধিদফতরের সমাজসেবা অফিসার পদে ২০০ জন, মেরিন একাডেমির শিক্ষা কর্মকর্তা পদে দুইজন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী (পুর/উপজেলা সহকারী প্রকৌশলী) ৪৮ জন, জাতীয় সঞ্চয় অধিদফতরের সহকারী পরিচালক পদে ৮জন, ডিজাইন এন্ড ট্রেড মার্কস অধিদফতরের এক্সামিনার পেটেন্টস পদে ৫ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক পদে ১২ জন, কৃষি মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা পদে একজন, স্বাস্থ্য ও পবিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিপোর্টের প্রশিক্ষক ৩জন, পরিসংখ্যানবিদ ২জন, গবেষণা সহযোগী একজন, প্রভাষক পদে ১৫ জন, হোক ইকোনমিস্ট ১২ জন, পরিসংখ্যানবিদ একজন, হাইড্রোকার্বন ইউনিটের সহকারী পরিচালক একজন, তুলা উন্নয়ন বোর্ডের তুলা উন্নয়ন কর্মকর্তা একজন, যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক পরিদফতরের সহকারী নিবন্ধক ২জন, ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক ২০ জন, কলকারখানা পরিদর্শন অধিদফতরের সহকারী মহাপরিদর্শক ২০ জন, জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর উপাধ্যক্ষ ৩ জন, সহকারী পরিচালক ৬ জন, শ্রম পরিদফতরের সহকারী শ্রম পরিচালক ৪জন, অডিও ভিজ্যুয়াল অফিসার একজন, গবেষণা কর্মকর্তা একজন, প্রভাষক একজন, আবহওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ১১ জন, জরিপ অধিদফতরের সহকারী পরিচালক ২ জন, মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী পরিচালক একজন, গবেষণা কর্মকর্তা একজন, পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট একজন, রিসার্চ অফিসার একজন, সহকারী পরিচালক ৫জন, বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী একজন, প্রজোজক একজন। তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে তিনজন প্রার্থীর ফলাফল সাময়িক স্থগিত রাখা হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি চার সদস্যের প্রতিনিধিদল সাক্ষাত করেছে। এডিবির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিভাগের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সুংসুপ রা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে এডিবির সিনিয়র সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট ইসুকা তাজিমা, সিনিয়র সোশ্যাল সেক্টর অফিসার এস এম এবাদুর রহমান এবং সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাতকালে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এডিবি’র সহায়তা, আন্তর্জাতিক মানের ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মানবসম্পদ উন্নয়নে এডিবির সহায়তা নিয়ে আলোচনা হয়। এ সময় এডিবি বাংলাদেশে হাইটেক এগ্রিকালচার, মেরিন এবং টেক্সটাইলসহ উচ্চ প্রযুক্তির পাঁচটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনে আর্থিক সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করে। বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়নে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব করে এডিবি। এছাড়া সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)-এর আওতায় ২০২০ সাল নাগাদ আরও ২০০ মিলিয়ন ডলার প্রদানের বিষয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বলেন, এডিবি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে সাহায্য করছে। এজন্য তিনি এডিবিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ এবং সেসিপ যুগ্ম প্রোগ্রাম পরিচালক মোঃ আবু ছাইদ শেখ এ সময় উপস্থিত ছিলেন।
×