ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জলযাত্রায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, নাটক ও গান

প্রকাশিত: ০৩:৪২, ৯ এপ্রিল ২০১৭

জলযাত্রায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, নাটক ও গান

স্টাফ রিপোর্টার ॥ যাত্রাপথে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, নাটক ও গান দেখতে পারবে দেশের নৌযান যাত্রীরা। ‘জলযাত্রায় চলচ্চিত্র, নাটক ও গান উৎসব’ শিরোনামে বছরব্যাপি এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশের টেলিভিশন-চলচ্চিত্র দর্শক, বেতার শ্রোতা এবং পত্রিকা পাঠকদের সংগঠন ‘দর্শক-শ্রোতা-পাঠক ফাউন্ডেশন’। এ পরিকল্পনায় সহযোগী হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ইমপ্রেস টেলিফিল্ম লি: (চ্যানেল আই)সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এ উপলক্ষে ‘দর্শক-শ্রোতা পাঠক ফাউন্ডেশন’ ও ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সঙ্গে এক মতবিনিময় সভা হয় শনিবার সকালে। সংস্থার পল্টনস্থ কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহাম্মদ বীর বিক্রম। বক্তব্য রাখেন সংস্থার সহসভাপতি বদিউজ্জামান বাদল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারি, কলিমুল্লাহ, ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক জিয়াউল হাসান কিসলু, সাধারণ সম্পাদক শহিদুল আলম সাচ্চু, সহসভাপতি খন্দকার সাইফুল ইসলাম ও পরিচালক রাশেদা রওনক খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শংকর, পরিচালক সোয়েব উল আলম, ইয়ামিন জুয়েল, অধরা জাহান ও চাঁদপুর সমন্বয়ক রূপক রায়। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বীজ বপনে এই আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন, এক্ষেত্রে সংস্থা সার্বিক সহায়তা প্রদান করবে। উল্লেখ্য, আগামী ১ বৈশাখ থেকে বছরব্যাপী এই উৎসব শুরু হবে।
×