ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় চারুনীড়মের ‘ডেড পিকক’ আজ

প্রকাশিত: ০৪:০২, ৩ এপ্রিল ২০১৭

শিল্পকলায় চারুনীড়মের ‘ডেড পিকক’ আজ

স্টাফ রিপোর্টার ॥ নাট্যদল চারুনীড়ম বেশিরভাগ সময় নিরীক্ষাধর্মী প্রযোজনা মঞ্চায়ন করে থাকে। তাদের প্রায় সব প্রযোজনাতেই ব্যতিক্রম কিছু পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মঞ্চে আসে আলোচিত প্রযোজনা ‘ডেড পিকক’। দলসূত্রে জানা গেছে, আজ সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে। প্রথমে ইংরেজী ও পরে বাংলায় নাটকটি মঞ্চায়িত হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, গোলাম সারোয়ার, নীলুফা নীলা। বিরতি ছাড়া নাটকের মোট ব্যাপ্তিকাল ১ ঘণ্টা ১৫ মিনিট। ‘দ্য ডেড পিকক’ নাটকটি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ইংরেজী সাহিত্যের একটি অনবদ্য সৃষ্টি। নব্বইয়ের দশকে নাটকটি লেখা হয়। চারুনীড়ম থিয়েটারের জন্য ২০১২ সালে তিনি এটি বাংলায় অনুবাদ করেন। নাটকটির নাম দেয়া হয় ‘মরা ময়ূর’ আর তখন থেকেই চারুনীড়ম থিয়েটার এই নাটকটি নিয়ে কাজ শুরু করে। এটি ছিল চারুনীড়ম থিয়েটারের প্রযোজনায় দ্বিতীয় মঞ্চ নাটক। সৈয়দ শামসুল হক অনেক নাটক ইংরেজী থেকে বাংলায় ভাষান্তর করেছেন এবং সেগুলো তার সৃষ্টিতে অমর হয়ে আছে। তার নিজেরই লেখা নাটক বাংলা অনুবাদ করেছেন তিনি। যা অনেকটাই বিরল। ‘মরা ময়ূর’ ‘দ্য ডেড পিকক’ এর অনুবাদ হলেও এটি তার সম্পূর্ণ স্বতন্ত্র একটি সৃষ্টি। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের এই দুটি সাহিত্যকর্ম একই সঙ্গে মঞ্চে এনে নতুন এক নিরীক্ষা করার চেষ্টা করা হয়েছে এই নাটকের মাধ্যমে। তার এই সৃষ্টি নাটকটি থিয়েটার অঙ্গনে একটি নতুন মাত্রা যুক্ত করে।
×