ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের উপদেষ্টা হচ্ছেন মেয়ে ইভানকা

প্রকাশিত: ০৪:১৪, ৩১ মার্চ ২০১৭

ট্রাম্পের উপদেষ্টা হচ্ছেন মেয়ে ইভানকা

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে পদ ও বেতন ছাড়া কাজ করার যে ঘোষণা দিয়েছিলেন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা, তা থেকে সরে এলেন তিনি। এবার জানালেন, আনুষ্ঠানিকভাবে অন্য সব সরকারী কর্মকর্তার মতো আইন মেনে চাকরি করবেন তিনি। তবে পদ নিলেও তিনি বেতন নেবেন না। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা হতে চলেছেন ইভানকা (৩৫)। হোয়াইট হাউসের কাজে বাবাকে পরামর্শ দেবেন তিনি। তার পদ হচ্ছে অবৈতনিক উপদেষ্টা। হোয়াইট হাউসে চাকরি করেন ইভানকার স্বামী জ্যারেড কুশনারও। তবে অন্য সরকারী কর্মকর্তাদের মতো তিনি বেতন নেন না। শ্বশুর প্রসিডেন্ট ট্রাম্পের জন্য অবৈতনিক উপদেষ্টা হিসেবে কাজে নিয়োজিত তিনি। ব্যক্তিগত জীবনে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী কুশনার। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফার্স্ট ডটার হিসেবে ও প্রসিডেন্টকে সহযোগিতা করতে ইভানকার এই অভূতপূর্ব ভূমিকা গ্রহণের পদক্ষেপে আমরা আনন্দিত।’ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জনগণের জন্য কাজ করবেন ইভানকা। সিএনএন পাকিস্তানে প্রফেসর আব্দুস সালামের চাচাত ভাই গুলিতে নিহত নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানী পদার্থ বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালামের এক চাচাত ভাই আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দেশটির নানকানা সাহিব শহরে এ্যাডভোকেট মালিক সালিম লতিফকে হত্যা করা হয় বলে জানানো হয়েছে। খবর ডনের। আহমদিয়া সম্প্রদায়ের সদস্য লতিফ নানকানা শহরের জামাত ই আহমদিয়ার নেতা ছিলেন। ছেলে এ্যাডভোকেট ফারহানের সঙ্গে মোটরবাইকে করে তিনি স্থানীয় আদালতে যাচ্ছিলেন, তখন অজ্ঞাত হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ফারহান জানিয়েছেন, হামলাকারীরা তাদের লক্ষ্য করে পেছন দিক থেকে গুলি চালিয়েছে। আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র সালিম উদ্দিন অভিযোগ করেছেন, নিরাপত্তা বাহিনীর জঙ্গী বিরোধী ‘জারব ই আজব’ ও ‘রাদ্দুল ফাসাদ’ অভিযান ঠিকমতো চালানো হচ্ছে না। গত বছর স্থানীয় ও পাকিস্তানের জাতীয় সংবাদপত্রগুলোতে আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে এক হাজার ৭০০ বিজ্ঞাপন ছাপা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
×