ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মলয় বিকাশ দেবনাথ

দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস

প্রকাশিত: ০৬:৪১, ৩০ মার্চ ২০১৭

দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস

দুনিয়া কাঁপিয়ে আবার রূপালি পর্দায় ঝড় তুলতে আসছে দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস। রহস্যময়, অপরাধ আর এ্যাকশাননির্ভর এই চলচ্চিত্রটি দ্য ফাস্ট এ্যান্ড দ্য ফিউরিয়াস ফ্রেঞ্চাইজির অষ্টম সংস্করণ ফাস্ট এইট নামেও পরিচিত। যাত্রার শুরুটা দ্য ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস টোকিও ড্রিফথ নামে সেই ২০০৬ সালে। আর অষ্টম পর্ব তৈরির প্রথম ঘোষণাটি আসে মার্চ ২০১৫-তে। জিমি কিমেল লাইভে উপস্থিত হয়ে ডিজেল এ ঘোষণাটি দেয়। ফিউরিয়াস ৮ নির্মাণের প্রস্তুতি শুরু হয় ফিউরিয়াস-৭-এর রিলিজের পরপরই, যখন প্রযোজক নিয়েল এইচ মর্টিজ ডিজেল এবং মরগানকে স্বাক্ষর করান। ছবিটির কাটিং শুরু হয় এপ্রিল এবং জুন-২০১৫-এর মধ্যে। গ্রে, যিনি সমধিক পরিচিত স্ট্রেইট, কোটা কম্পটনের জন্য। তিনি এফ-এইট-এর পরিচালক নির্বাচিত হন জেমস ওয়ানের পরিবর্তে। লোকেশন হিসেবে বেছে নেয়া হয় মেভাটন, হাভানা, আটলান্টা, ক্লিভলেন্ড এবং নিউইয়র্ক সিটি। এর বাইরে ঐতিহ্যগতভাবে পৃথিবীর নানা স্থানে রোমাঞ্চকর লোকেশন তো আছেই। উল্লেখ্য, এ নিয়ে ষষ্ঠবারের মতো এই ছবির স্ক্রিপ্ট লিখলেন ক্রিস মরগান আর প্রযোজক হিসেবে নিয়েল এইচ মর্টিজের ফিরে আসার ছবি। মর্টিজ বলেন, এটি হতে যাচ্ছে পূর্বের যে কোন পর্বের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর। আর পরিচালক গ্রের সঙ্গে ডিজেল কাজ করছেন দ্বিতীয়বারের মতো। এ ছবিতে থাকছে না পল ওয়াকার অভিনীত ব্রায়ান চরিত্রটি। উল্লেখ্য, ২০১৩-এর ৩০ নবেম্বর এক গাড়ি দুর্ঘটনায় মারা যান ওয়াকার। যদিও বলা হয়েছিল ওয়াকারের ছোট ভাই কডি ওয়াকার অভিনয় করবেন তার বড় ভাইয়ের চরিত্রে। কিন্তু পরে জানানো হয় তা আর হয়ে উঠছে না। জানুয়ারি ২০১৬-তে ইউনিভার্সেল ফিল্মস জানায়, তারা মার্কিন এবং কিউবান সরকারের কাছ থেকে কিউবায় দৃশ্যায়নের অনুমতি পেয়েছে। এর পরেই ১৪ এপ্রিল থেকে শুরু হয় ছবির দৃশ্যধারণের কাজ। ছবির মিউজিক কম্পোজিশনে আছেন ব্রায়ান টাইলার যিনি তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম পর্বেও সঙ্গীতের দায়িত্বে ছিলেন। আটলান্টিক রেকর্ড সাউন্ডট্রেক এ্যালবামটি মুক্তি দিতে যাচ্ছে ছবিটির মুক্তির দিন ১৪ এপ্রিল ২০১৭-তে। আশা করা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই তুলে নেবে ১১০-১২০ মিলিয়ন ডলার। প্রতিটি পর্বে নতুন, অভিনব ও প্রযুক্তিনির্ভর গাড়ির ব্যবহার পৃথিবীব্যাপী গাড়িপ্রেমীদের মনে উন্মাদনা সৃষ্টি করেছে সে সঙ্গে নির্মানশৈলি ও গতিময়তা দশর্ককে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। অপরদিকে মুভিটির অভিনেতা অভিনেত্রীগণ আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভিন ডিজেল, দ্য রক নামে খ্যাত জনসন, জেসন স্থাথাম, মিশেল রদ্রিগেজ, টাইরিস গিবসন, ক্রিস ব্রিজেস, নাথালি এমান্যুল, কার্ট রাসেল, স্কট ইস্টউড, চালির্জ থেরন ও হেলেন মিরেনের মতো অভিনেতারা সবসময়ই দর্শকের চহিদা পূরণ করে আসছে। আর বিশ্বজুড়ে ছবির ভক্তদের অপেক্ষা শেষ হবে ১৪ এপ্রিল ২০১৭-তে। সেদিন মুক্তি পেতে যাচ্ছে দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস, যার আদুরে নাম এফ-এইট।
×