ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা সঙ্কট কাটিয়ে উঠেছে মাতারবাড়ী বিদ্যুত কেন্দ্র

প্রকাশিত: ০৩:৩৪, ২০ মার্চ ২০১৭

নিরাপত্তা সঙ্কট কাটিয়ে উঠেছে মাতারবাড়ী বিদ্যুত কেন্দ্র

অর্থনৈতিক রিপোর্টার ॥ গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিরাপত্তা সংকটে থাকা মাতারবাড়ী কয়লা বিদ্যুত কেন্দ্র কাটিয়ে উঠেছে নিরাপত্তা সংক্রান্ত জটিলতা। এখন পুরো দমে কাজ চলছে প্রকল্পের। এর মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপের কাজ। সরকারের নীতি-নির্ধারকরা মনে করছেন, ২০২২ সালে থেকে এর সুফল পাবে দেশবাসী। গতি পাবে মহেশখালীর আশপাশে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প। মাতারবাড়ী কয়লা বিদ্যুত কেন্দ্র ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন। এ কেন্দ্র তৈরিতে খরচ হবে ৩৫ হাজার কোটি টাকা। নামমাত্র সুদে যার সিংহভাগ অর্থই যোগান দিচ্ছে জাপানী উন্নয়ন সংস্থা জাইকা। কিন্তু শুরুতেই ধাক্কা খায় প্রকল্পটি। গুলশানের হলি আর্টিজানে জঙ্গী হামলার পর, নিরাপত্তা সঙ্কটে একটি বড় দরপত্র প্রক্রিয়া স্থগিত করে জাইকা। যেখানে অংশ নেয়ার কথা ছিল বিদ্যুত খাতে জাপানের প্রথম সারির দুই কোম্পানি তোশিবা কর্পোরেশন ও মিতশুবিশি হিটাচি পাওয়ার সিস্টেমস লিমিটেডের।
×