ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাত্র ৩১ বলে সেঞ্চুরি ডোয়াইন স্মিথের

প্রকাশিত: ০৪:৪১, ১০ মার্চ ২০১৭

মাত্র ৩১ বলে সেঞ্চুরি ডোয়াইন স্মিথের

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ক্রিকেট বিশ্বের ব্যাটসম্যানদের আরও বিধ্বংসী করে তুলেছে। সেটারই আরেকটা দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ। হংকংয়ে চলমান টি২০ ব্লিটজ আসরে মাত্র ৩১ বলে হাঁকিয়েছেন শতক। টি২০ ক্রিকেটের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি। সবমিলিয়ে তিনি অপরাজিত থাকেন ৪০ বলে ১২১ রান করে। গত সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৩ বছর বয়সী স্মিথ। তবে ঘরোয়া ক্রিকেট আসর ছাড়েননি এখনও। দীর্ঘদিন সেটা চালিয়ে যেতে পারবেন অনায়াসে তারই প্রমাণ দিলেন হংকং টি২০ ব্লিটজে। কাওলুন ক্যান্টনসের হয়ে খেলছেন স্মিথ। সিটি কাইটাকের বিরুদ্ধে তিনি প্রথম ওভারেই ২৮ রান নিয়ে শুরু করেন। কাইটাকের বাঁহাতি নাদিম আহমেদকে ৪ ছয় ও ১ চার হাঁকান তিনি। ষষ্ঠ ওভারে তিনি ফিরলে এবার ২৯ রান তুলে নেন স্মিথ। শেষ পর্যন্ত ৩১ বলে ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি। সবমিলিয়ে ১৩ ছক্কা হাঁকান স্মিথ। ৪০ বলে ১২১ রান করে দলকে ৮ উইকেটের জয় পাইয়ে দেন। স্বদেশী মারলন স্যামুয়েলস অপরাজিত ছিলেন ৫৯ রানে। তবে যে কোন পর্যায়ের টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা স্মিথের স্বদেশী ক্রিস গেইলের। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে মাত্র ৩০ বলেই শতক হাঁকিয়েছিলেন এ বিধ্বংসী ব্যাটসম্যান। উল্লেখ্য, হংক ব্লিটজ সবেমাত্র দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে। ৫ দিনের এই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি ও ইংল্যান্ডের ইয়ান বেলও খেলছেন।
×