ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল চীন

প্রকাশিত: ০৩:৪৯, ৬ মার্চ ২০১৭

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল চীন

চলতি ২০১৭ অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার হার কমিয়েছে চীন। বছরের শুরুতে ৬ দশমিক ৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে অর্থবছরের প্রথম দুই মাস পর তা পুনঃনির্ধারণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং। চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির সংসদ ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক সম্মেলনে স্থানীয় সময় শনিবার এ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কমানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চলতি অর্থবছরের জন্য চীনের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০১৬ সালে চীনে ধীরগতির প্রবৃদ্ধির দিকে ইঙ্গিত করে লি কেকিয়াং বলেন, ঋণের সুদ দিতে ব্যর্থ কোম্পানিগুলোর রশি টেনে ধরা হবে। প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে কয়লা ও স্টিল উৎপাদন করছে তারা। দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×