ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে ফের গুলি করে হত্যা

প্রকাশিত: ০৩:৪২, ৫ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে ফের গুলি করে হত্যা

ভারতীয় এক প্রকৌশলীকে হত্যার ঘটনায় সৃষ্ট তোলপাড়ের মধ্যেই যুক্তরাষ্ট্রে আরেক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ল্যাঙ্কস্টারে নিজ বাসার সামনে হার্নিশ প্যাটেলকে গুলি করে হত্যা করা হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবর ওয়েবসাইটের। ওই দিন রাত ১১ট ২৪ মিনিটে প্যাটেল নিজের দোকান বন্ধ করে বাসার পথে রওনা হন। এর মাত্র ১০ মিনিটের মধ্যেই নিজ বাসার সমানে প্যাটেলকে হত্যা করা হয়। এসময় তার স্ত্রী ও প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া তাদের সন্তান বাসায়ই ছিলেন। এক নারী ফোনে পুলিশকে জানান, তিনি গুলি ও চিৎকারের শব্দ শুনেছেন। শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে এসে প্যাটেলের লাশ পান। নিজ বাসা থেকে মাত্র কয়েক ফুট দূরে তার লাশ পড়েছিল। ঘটনাস্থলে দুটি গুলির খোসা পেয়েছে পুলিশ। এর মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের একটি পানশালায় ৩২ বছর বয়সী প্রকৌশলী শ্রীনিভাস কুচিভোতলাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার ঘটনাটি জাতিগত বিদ্বেষ থেকে ঘৃণার প্রকাশ বলে মঙ্গলবার মন্তব্য করেছে হোয়াইট হাউস। এর দুদিনের মাথায় দেশটিতে আরেক ভারতীয় বংশোদ্ভূতকে হত্যার ঘটনা ঘটল। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কুচিভোতলার হত্যার তীব্র নিন্দা জানিয়েছিলেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই হত্যাকা-ের নিন্দা জানিয়েছেন। তবে ঘটনার তদন্ত শুরু করা ল্যাঙ্কাস্টারের কর্মকর্তারা প্যাটেলের হত্যাকা-কে ‘ঘৃণাজনিত’ অপরাধ বলে মনে করছেন না, জানিয়েছে দ্য হেরাল্ড। শুক্রবার কাউন্টি শেরিফ ব্যারি ফাইলি বলেন, জাতিগত ঘৃণা থেকে এ ঘটনা ঘটানো হয়েছে তা বিশ্বাস করার কোন কারণ দেখছি না আমি। ২২ ফেব্রুয়ারি রাতে কুচিভোতলাকে গুলি করার সময় বন্দুকধারী চেঁচিয়ে বলেছিল, আমার দেশ থেকে বেরিয়ে যাও। কিন্তু প্যাটেলের ঘটনার ক্ষেত্রে এ ধরনের কোন কিছু ঘটেছে বলে জানা যায়নি। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, প্যাটেলের হত্যাকা-ে ল্যাঙ্কাস্টারজুড়ে ক্ষোভ বিরাজ করছে।
×