ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণার দাবি বিএনপির

প্রকাশিত: ০৭:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণার দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ পিলখানা হত্যাকা-ের দিন ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। রিজভী বলেন, এ ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে রহস্য উদঘাটন করা উচিত বলে আমরা মনে করি। কারণ, এক্ষেত্রে পর্যাপ্ত তদন্ত হয়েছে বলে আমরা মনে করি না। রিজভী বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সীমান্তরক্ষা বাহিনী বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হয়। এই হত্যাকা- অত্যন্ত নির্মম ও মর্মান্তিক, যা জাতির জন্য খুবই বেদনাদায়ক ও শোকাবহ। রক্তাক্ত ওই ঘটনার পর সীমান্তরক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মনির হোসেন প্রমুখ। সেনা তদন্ত রিপোর্ট প্রকাশ না করার সমালোচনা করেছেন হাফিজ ॥ পিলখানা হত্যাকা-ের ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জনসমক্ষে প্রকাশ না করার সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার দুপুরে রাজধানীর শিশুকল্যাণ মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কল্যাণ পার্টির মহাসচিব এম. এম আমিনুর রহমান, আয়োজক সংগঠনের ঢাকা মহানগর সদস্য সচিব শহীদুন্নবী ডাবলু প্রমুখ।
×