ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে জাতির পিতাকে শ্রদ্ধা জানালেন প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশিত: ২২:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

গোপালগঞ্জে জাতির পিতাকে শ্রদ্ধা জানালেন প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানালেন নব-নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নূরুল হুদা। আজ বৃহষ্পতিবার দুপুর ১২ টায় তাঁর নেতৃত্বে নির্বাচন কমিশনারগণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেন এবং ফুল দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নির্বাচণ কমিশনার মাহবুব তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদত হোসেন চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম, কবিতা খানম ও কমিশনের সচিব মোহম্মদ আব্দুল্লাহ সহ এনআইডি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সহিদ, গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোকলেসুর রহমান সরকার ও টুঙ্গিপাড়া পৌর-মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বেদী-প্রাঙ্গণে দাঁড়িয়ে তাঁরা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করেন। পরে তাঁরা মাজার অভ্যন্তরে প্রবেশ করে বঙ্গবন্ধু’র কবর জিয়ারত করেন। এসময় প্রধান নির্বাচণ কমিশনার কে. এম. নূরুল হুদা সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য-বহিতে লিখেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি আমাদের জাতির পিতা। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তাঁর আত্মার মাগফেরাত কামনার জন্য আজ আমরা টুঙ্গিপাড়ার এই পবিত্র ভূমিতে এসেছি।
×