ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে জেলা আঞ্চলিক ইজতেমা শুরু

প্রকাশিত: ২২:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নাটোরে জেলা আঞ্চলিক ইজতেমা শুরু

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে নাটোরে শুরু হয়েছে তাবলিগ জামায়াতের তিন দিনব্যপী জেলা আঞ্চলিক ইজতেমা। আজ বৃহষ্পতিবার সকাল থেকে নাটোর জেলা ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে দলবেধে মুসল্লীরা আসতে শুরু করেছে। শহরের বাইপাস এলাকায় মারকাজ জামে মসজিদ সংলগ্ন মাঠে থেকে তেবাড়িয়া হাট পর্যন্ত ৮টি খিত্তায় প্রায় ৭০ হাজার মুসল্লীর অবস্থান ও ৫০ হাজার মুসল্লীর রাত্রীযাপনের ব্যবস্থা করেছে। ইজতেমায় অংশগ্রহণকারী বিদেশী মেহমানদের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, আলজেরিয়া ও সোমালিয়ার তাবলীগ দলগুলো মসজিদে অবস্থান করবেন। জেলা স্বাস্থ্য বিভাগ বিএমএ, ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন, ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন এবং আল-আরাফা ইসলামী ব্যাংকের সমন্বয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ইজতেমায় একটি উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে, যা জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকবে। পুরো বাইপাস জুড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ছাড়াও বিভিন্ন স্থানে চেক পোষ্ট স্থাপন, সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স এর অবস্থানের মাধ্যমে ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। লাগানো হয়েছে সিসি ক্যামেরা।
×