ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুলিশের দায়িত্বে রোবট

প্রকাশিত: ০৫:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

পুলিশের দায়িত্বে রোবট

চীনের হেনান প্রদেশে জেংজৌ পূর্ব রেলস্টেশনে দায়িত্ব পালন শুরু করেছে শেরিফ নামে নতুন একটি ই-পেট্রোল রোবট। ১ দশমিক ৬ মিটার লম্বা এই পুলিশ রোবটটি স্বয়ংক্রিয়ভাবে চলাফেরা করতে পারে। এটি তালিকাভুক্ত অপরাধী এবং সম্ভাব্য অপরাধীদের অনুসরণ শনাক্ত করে ও পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের বুঝতে পারে। অপরাধের বিরুদ্ধে লড়াই ছাড়াও, এই রোবট বায়ুর গুণমান এবং তাপমাত্রা নিরীক্ষণ করতে সক্ষম এবং আগুন বা অন্যান্য বিষয়ে আগাম সতর্ক করতে পারে। -ম্যাশএ্যাবল
×