ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারত থেকে প্রথম পণ্য এলো রেলপথে

প্রকাশিত: ০৪:৫০, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ভারত থেকে প্রথম পণ্য এলো রেলপথে

ভারত থেকে আমদানি করা ২ হাজার ৪৭৮ মেট্রিক টন কাঁচা তুলা প্রথমবারের মতো রেলপথে বাংলাদেশে এসেছে। নারায়ণগঞ্জ ও নরসিংদীর দুটি প্রতিষ্ঠানের নামে আসা এই কাঁচা তুলা রবিবার সকালে খালাসের প্রক্রিয়া শুরু করে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে শনিবার সন্ধ্যায় ৪২টি বগি বোঝাই তুলা নিয়ে ভারত থেকে ট্রেনটি বেনাপোলে এসে পৌঁছায়। রেলওয়ের বেনাপোল স্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, এখানে আমদানি পণ্য খালাসের (আনলোড) সুব্যবস্থা না থাকায় যশোরে খালাস করতে হবে। সেখান থেকে আমদানিকারকরা কাঁচা তুলা তাদের গন্তব্যে নিয়ে যাবেন। বেনাপোল আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক জানান, রেলপথে আমদানি-রফতানি গতিশীল করতে হলে বেনাপোল বন্দরে অবকাঠামো উন্নয়ন করতে হবে। উল্লেখ্য, এর আগে রেলপথে ভারত থেকে বেনাপোলে মাসে দু’একটি শুধুমাত্র সারের চালান এসেছে। -অর্থনৈতিক রিপোর্টার উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানি স্থগিত করল চীন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে দেশটি থেকে সব ধরনের কয়লা আমদানি সাময়িক স্থগিত করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। একই ইস্যুতে এর আগে জাতিসংঘ চীন ও উত্তর কোরিয়ার মধ্যে কয়লা বাণিজ্যে বাধা আরোপ করে। রবিবার থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। বছরের শেষ দিন পর্যন্ত তা কার্যকর থাকবে। জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত নিল চীন। এর আগে চলতি সপ্তাহে চীন উ. কোরিয়ার ১ মিলিয়ন ডলারের কয়লার চালান বাতিল করে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×