ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

নগ্নতায় ফিরছে প্লেবয় বছরের ব্যবধানে আবারও নগ্নতায় ফিরছে এক সময় কাটতির শীর্ষে থাকা ‘লাইফস্টাইল’ সাময়িকী প্লে­বয়ে। প্লেবয়ের নতুন চীফ ক্রিয়েটিভ অফিসার ক্যুপার হেফনার মনে করেন, তাদের পুরনো নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না। এক টুইটে তিনি বলেন, আজ আমরা আমাদের পুরনো পরিচয়ে ফিরে যাচ্ছি এবং নিজেদের চেনাতে চাই। খবর বিবিসি ওয়েবসাইটের। মোবাইলের আলোতে প্রতিবাদ রুমানিয়ার রাজধানী বুখারেস্টে দেশটির প্রধানমন্ত্রী সরিন গ্রিনডেনুর পদত্যাগ দাবিতে রবিবার রাতে প্রায় এক লাখ মানুষ রাজপথে প্রতিবাদ জানায়। এ সময় তারা মোবাইল ফোনে নীল, হলুদ ও লাল আলো দিয়ে রুমানিয়ার মানব পতাকা তৈরি করে ‘চোর! পদত্যাগ কর!’ সেøাগান দিতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর পক্ষের যেসব কর্মকর্তা দুর্নীতির দায়ে শাস্তি পেয়েছিল তিনি তাদের মুক্তি দেয়ার চেষ্টা করেছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েদির সংখ্যা ধারণক্ষমতার অতিরিক্ত হয়ে যাওয়ায় কারাগার খালি করার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। -টেলিগ্রাফ বিচিত্র চিহ্ন জাপানের উত্তরাঞ্চলে মোরিওকা শহরে বিদেশী পর্যটকদের জন্য স্থানীয় আচার-ব্যবহার এবং খাদ্য সম্পর্কে কিছু নতুন চিহ্নের প্রচলন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মোরিওকা উন্নয়ন ব্যুরো প্রধান তাকেফুমি শিমোমুকাই বলেন, জাপানী ভাষা না জানা পর্যটকদের আরও স্বাগত জানানোর উদ্দেশে এই নতুন পথ আবিষ্কার করা হয়েছে। এই এলাকায় টোকিও কিংবা কিয়োটোর মতো পর্যটক সমাগম নেই এবং ভাষাগত সমস্যার কারণে স্থানীয়রাও পর্যটকদের সাহায্যে এগিয়ে আসার বিষয়ে আগ্রহী হয় না। -বিবিসি
×