ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উভয় স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক অনুমোদন

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

উভয় স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা ও ব্যবস্থাপনা পৃথকীকরণ) পরবর্তী উভয় স্টক একচেঞ্জের পর্ষদে স্বতন্ত্র পরিচালক পদে মোট ১৪ জনের নাম অনুমোদন করেছে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা ও চট্টগ্রাম স্টক একচেঞ্জের পর্ষদে ৭ জন করে অনুমোদন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন পাওয়া ৭ জন হলেনÑ বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, এফবিসিসিআইর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবুল হাসেম, সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্সের শিক্ষক অধ্যাপক এম কায়কোবাদ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মনসুর এমডি আশরাফ খান, ড. মো. মাসুদুর রহমান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিসএসই) অনুমোদন পাওয়া ৭ জন হলেনÑ ড. এ কে আব্দুল মোমেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী, প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ আইউব ইসলাম, ড. মইনুল ইসলাম মাহমুদ, প্রফেসর এস এম সালামত উল্লাহ ভূঁইয়া এবং প্রদীপ পাল। পরে উভয় একচেঞ্জেই আইনানুসারে স্বতন্ত্র পরিচালকদের মধ্যে থেকে চেয়ারম্যান মনোনীত হবেন।
×