ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিদেশে চলচ্চিত্র প্রদর্শনে বেঙ্গলী ফিল্ম ক্লাব ইউকের উদ্যোগ

প্রকাশিত: ০৫:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

বিদেশে চলচ্চিত্র প্রদর্শনে বেঙ্গলী ফিল্ম ক্লাব ইউকের উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিয়েছে ‘বেঙ্গলী ফিল্ম ক্লাব ইউকে’। ইংল্যান্ডে হাজার হাজার বাংলাদেশীর বসবাস। তাদের কাছে এ দেশের চলচ্চিত্র সঠিকভাবে উপস্থাপন এবং জনপ্রিয় করে তোলাই এ ক্লাবের লক্ষ্য। এ উপলক্ষে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক ফারুক। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। এছাড়াও বক্তব্য রাখেন অভিনেত্রী সোহানা সাবা প্রমুখ। সভাপতিত্ব করেন বেঙ্গলী ফিল্মক্লাব ইউকের ব্যবস্থাপনা পরিচালক এস. ইসলাম শাম। প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক ফারুক বলেন, একটি শিল্পকে বাঁচিয়ে রাখতে সবার ঐকান্তিক ইতিবাচক চেষ্টা অব্যাহত রাখতে হবে। বেঙ্গলী ফিল্ম ক্লাব ইউকের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়াটা ইতিবাচক লক্ষণ। আমরাও তাদের সহযোগী হিসেবে পাশে আছি। কাজী হায়াৎ বলেন, আমাদের যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এর থেকে এখনই যদি ঘুরে না দাঁড়াই তবে এ শিল্প রক্ষা করা কঠিন হবে, এর জন্য বেঙ্গলী ফিল্ম ক্লাব ইউকে ধন্যবাদ প্রাপ্য। মুশফিকুর রহমান গুলজার বলেন, বন্ধুত্বের এ হাত আরও আগেই আমাদের প্রয়োজন ছিল। আপনারা এ দেশের চলচ্চিত্র উন্নয়নে কাজ করুন। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। অভিনেত্রী সোহানা সাবা আয়োজকদের এ উদ্যোগ বেগবান করার অনুরোধ জনান। অনুষ্ঠানের সভাপতি এস ইসলাম শাম বলেন, আমাদের দেশে যেসব বাংলা চলচ্চিত্র রিলিজ হচ্ছে তা প্রবাসে বসে আমরা দেখতে পাই না। অথচ বাংলা চলচ্চিত্রের প্রতি টান কিন্তু আমাদের কম নয়। সে লক্ষ্যেই এখন থেকে ধারাবাহিকভাবে ভাল কিছু বাংলা চলচ্চিত্র আমরা সংগ্রহ করবো এবং প্রতি সপ্তাহেই তা প্রচারের চেষ্টা থাকবে। আমরা সেসব চলচ্চিত্রকেই প্রাধান্য দিবো যা পরিবারের সব সদস্যদের নিয়ে দেখা সম্ভব। এর ফলে মানসম্মত চলচ্চিত্রের বিকাশ যেমন ঘটবে তেমনি চলচ্চিত্র কেন্দ্রিক অর্থনীতির চাকাও সচল হবে। বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ক্লাবের কান্ট্রিম্যানেজার জাফর শ্রাবণ পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবেন।
×