ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রেভিনিউ গার্ড গঠন করা হবে

প্রকাশিত: ০৫:১৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

রেভিনিউ গার্ড গঠন করা হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শীঘ্রই শক্তিশালী ‘রেভিনিউ গার্ড’ গঠন করা হবে বলে জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। রাজধানীর বেইলি রোড অফিসার্স ক্লাবে উপ-কর কমিশনার সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড শুধু বাংলাদেশের ভেতরে নয়, বিশ্বের বিভিন্ন ফোরামে কাজ করছে। করের পরিধি যে হারে বৃদ্ধি পাচ্ছে সে জন্য বিদেশী মিশনে এনবিআরের উপস্থিতি দরকার। এ বিষয়ে দ্রুত কাজ হচ্ছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘শক্তিশালী ‘রেভিনিউ গার্ড’ গঠন করতে সহসাই প্রস্তাব দেয়া হবে। ইতোমধ্যে এনবিআরে শক্তিশালী আইন বিভাগ, জনসংযোগ, গবেষণা ও পরিসংখ্যান বিভাগ গড়ে তোলার কাজ চলছে।’ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান ভবিষ্যত প্রজন্মের সুরক্ষায় এনবিআরে ডে-কেয়ার সেন্টার স্থাপনে কমিশনারদের নির্দেশ দিয়ে নজিবুর রহমান বলেন, ‘ডে-কেয়ার সেন্টার স্থাপন সরকারি সিদ্ধান্ত। প্রতিটি কমিশনারেটে ডে-কেয়ার স্থাপনে কমিশনাররা উদ্যোগ নেবেন। নির্মাণাধীন নতুন এনবিআর ভবনে পূর্ণাঙ্গ ডে-কেয়ার সেন্টার রাখা হবে। বাংলাদেশের যত জায়গায় নতুন কর ভবন নির্মাণ করা হবে সেখানেও ডে-কেয়ার সেন্টার ও প্রতিবন্ধী করদাতাদের জন্য সুবিধা রাখা হবে।’ আয়কর বিভাগের জন্য জরুরি ভিত্তিতে লোগো করা হবে জানিয়ে তিনি বলেন, ‘লোগো মর্যাদা ও পরিচয়ের প্রতীক। লোগোর প্রস্তাবনা দিলে তা বিবেচনা নিয়ে আয়কর বিভাগের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ লোগো তৈরি করে দেয়া হবে।’ তিনি রাজস্ব বাড়ানো, অফিস ব্যবস্থাপনা উন্নততর করা, স্টেকহোল্ডারদের সঙ্গে সুসম্পর্ক তৈরি, তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো, সততার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
×