ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাসা নামছে রশদের খোঁজে

প্রকাশিত: ০৬:২০, ১১ ফেব্রুয়ারি ২০১৭

নাসা নামছে রশদের খোঁজে

‘আগে তো প্রাণে বাঁচি। তার পর তো আরও ভালভাবে থাকার কথা ভাবা যাবে!’ সব ছেড়েছুড়ে দিয়ে আপাতত সেই মন্ত্রই জপছে নাসা। বাঁচার রসদ যোগাড় করতে তাকে পাঠানো হয়েছে মাস পাঁচেক আগে, সেপ্টেম্বরে, মহাকাশে। টার্গেট তার ‘বেন্নু’। মঙ্গল আর বৃহস্পতির মাঝামাঝি জায়গায় থাকা গ্রহাণুপুঞ্জ বা এ্যাস্টারয়েড বেল্টের অন্যতম সদস্য ‘বেন্নু’কে আমাদের খুব প্রয়োজন। ‘খনিজের ভাণ্ডার’ গ্রহাণু- ‘বেন্নু’তে তার পৌঁছনোর কথা আর বছর দেড়েকের মধ্যেই, ২০১৮-এর শেষাশেষি। এক দিন পৃথিবীর খনিজের ভাণ্ডার ফুরিয়ে গেলে যাতে ওই ‘বেন্নু’র কাছ থেকে আমরা ধার করে আনতে পারি আরও নতুন ও পরিচিত খনিজ পদার্থ, সেই লক্ষ্যেই চিচিং ফাঁক মন্ত্রে ‘রতœভাণ্ডারের গোপন কুঠুরি’র দরজা খুলতে ‘বেন্নু’র উদ্দেশে পাঠানো হয়েছে মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’। ১.৬ থেকে ০.৮ এ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (এইউ) দূরত্বে থেকে (পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে বলা হয় এক এ্যাস্টোনমিক্যাল ইউনিট) সূর্যকে পাক মারে ওই গ্রহাণু ‘বেন্নু’। কিন্তু হঠাৎ করেই ২০১৭-এ পা দেয়ার পর নাসা বুঝতে পেরেছে, তাদের এত দিনের হিসাবে বেশ বড় রকমের গণ্ডগোল হয়ে গিয়েছে। ওলটপালট হয়ে গিয়েছে নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ বা ‘এসা’) যাবতীয় হিসেব-নিকেশ। সূত্র: আনন্দবাজার
×