ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে বইমেলার বিশাল আয়োজন

প্রকাশিত: ০৬:১৮, ১১ ফেব্রুয়ারি ২০১৭

কিশোরগঞ্জে বইমেলার বিশাল আয়োজন

বই একমাত্র সঙ্গী যা কারও সঙ্গে প্রতারণা করে না। নিজের অপূর্ণতা পূর্ণতা পায় বইয়ের মাধ্যমে। আর জ্ঞানভিত্তিক সুশিক্ষিত জাতি গড়ে তুলতে হলে পুস্তক পাঠের কোন বিকল্প নেই। এক্ষেত্রে লেখকের সৃজনশীলতাকে পাঠকের কাছে পৌঁছে দেয়ার জন্য সবচেয়ে বড় প্লাটফর্ম হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। প্রতিবছর ভাষা শহীদদের সম্মানার্থে ফেব্রুয়ারি মাসব্যাপী ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়ভাবে বইমেলার আয়োজন করা হয়। জেলা পর্যায়েও অনুরূপ বইমেলা হয়ে আসছে। এতে করে লেখক ও পাঠকদের সমাগমে জমজমাট হয়ে উঠে বইমেলা। মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়াতে বইমেলার অবদান অনস্বীকার্য। কেননা একটা ভাল বই মানুষের আচার-আচরণ, চারিত্রিক মূল্যবোধে ব্যাপক পরিবর্তন আনেÑ যা একটা আদর্শ জাতি গঠনের জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয়। তথ্যানুসন্ধানে জানা যায়, ১৯৯৩ সালে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে ঢাকার বাইরে জেলা পর্যায়ে বইমেলা আয়োজনের উদ্যোগ নেয়া হয়। কিশোরগঞ্জ জেলায় প্রশাসনের উদ্যোগে তখন থেকেই শহরের পুরনো কোর্টভবনে একুশে ফেব্রুয়ারি থেকে ৭ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গত দুই বছর দেশে জঙ্গী হামলার আশঙ্কা থেকে এ মেলা তিন দিনব্যাপী হয়ে আসছে। তবে এ বছর স্থান পরিবর্তন করে পুরনো স্টেডিয়ামে ৭ দিনব্যাপী বইমেলার প্রস্তুতি নেয়া হয়েছে। এতে শতাধিক স্টল অংশ নিচ্ছে বলে গ্রন্থমেলা আয়োজনের আহ্বায়ক এডিসি (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল জানিয়েছেন। এ সময় তিনি এই মেলাটি ঢাকার বাইরে দেশের সবচেয়ে বড় আয়োজন বলে মন্তব্য করেন। এদিকে গত কয়েক বছর ধরে জেলা শহরের পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার করিমগঞ্জ, তাড়াইল, কটিয়াদী ও ভৈরব উপজেলায়ও বইমেলা হয়ে আসছে। Ñমাজহার মান্না, কিশোরগঞ্জ থেকে
×