ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় মার্কিন হামলায় লাদেন ঘনিষ্ঠ সহযোগীসহ নিহত ১১

প্রকাশিত: ০৪:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০১৭

সিরিয়ায় মার্কিন হামলায় লাদেন ঘনিষ্ঠ সহযোগীসহ নিহত ১১

সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ফেব্রুয়ারি মাসে আল কায়েদার ১১ সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। নিহতদের মধ্যে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী আবু হানি আল মাসরিও আছেন বলে বুধবার পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ড্যাভিস জানিয়েছেন। খবর এএফপি ও বিবিসির। এক বিবৃতিতে ড্যাভিস জানিয়েছেন, গত ৩ ফেব্রুয়ারি চালানো একটি বিমান হামলায় ১০ জঙ্গী নিহত হয়েছেন। বৈঠকের স্থান হিসেবে ব্যবহৃত একটি ভবনে চালানো হামলায় এরা সবাই নিহত হন। ৪ ফেব্রুয়ারি চালানো আরেকটি বিমান হামলায় আল মাসরি নিহত হন। সিরিয়ার ইদলিবের কাছে এসব বিমান হামলা চালানো হয়। বলা হয়েছে, আল মাসরি ১৯৮০ ও ১৯৯০ সালে দশকে আফগানিস্তানে আল কায়েদার প্রশিক্ষণ শিবির স্থাপন করে সেগুলো পরিচালনা করতেন এবং হাজার হাজার জঙ্গীকে প্রশিক্ষণ দিয়েছিলেন। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডো অভিযানে বিন লাদেন নিহত হওয়ার পর আল কায়েদার দায়িত্ব নেয়া আয়মান আল জাওয়াহিরির সঙ্গেও আল মাসরির ঘনিষ্ঠ মিত্রতা ছিল। ড্যাভিস বলেন, এই আঘাতে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের স্বার্থে আল কায়েদার হামলা করার ক্ষমতা বিপর্যস্ত হবে। প্রধানত শাখা জঙ্গীগোষ্ঠী জাবহাত ফাতেহ আল শামের মাধ্যমে সিরিয়ায় নিজেদের কার্যক্রম পরিচালনা করে আল কায়েদা। ফাতেহ আল শাম আগে আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। গত বছরের মাঝমাঝি সময়ে জাবহাত ফাতেহ আল শাম ঘোষণা করেছিল, এরপর থেকে তারা বিদেশী কোন গোষ্ঠীর শাখা হিসেবে কাজ করবে না। এতে ধারণা করা হয়েছিল, গোষ্ঠীটি আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে। কিন্তু পরে ধারণা হয়, ফাতেহ আল শামের নেতৃত্ব পর্যায়টি সম্ভবত আল কায়েদার সঙ্গে এখনও ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। পঙ্গপালের উৎপাতে বলিভিয়ায় জরুরী অবস্থা ঘোষণা বলিভিয়ার সরকার দেশের প্লেগ আক্রান্ত বিশাল এক কৃষি অঞ্চলে জরুরী অবস্থা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ইভো মোরালেস একটি আপদকালীন পরিকল্পনা ঘোষণা করেছেন। এর আওতায় পঙ্গপালের জীবাণু নির্মূলে অতিরিক্ত সাত লাখ ডলার বরাদ্দ দেয়া হয়েছে। খবর বিবিসির। এক সপ্তাহ আগে পঙ্গপালের ঝাঁক পূর্বের নিম্নাঞ্চলের শহর সান্তা ক্রুজের কাছে উড়ে আসে। এ শহরেই বলিভিয়ার অধিকাংশ খাদ্য ও মাংস উৎপাদিত হয়। সেখানে পঙ্গপাল দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত হয় চারণভূমি ও ফসল। কর্তৃপক্ষ বলছে, পঙ্গপালের আক্রমণে এক হাজার হেক্টরেরও বেশি কৃষিভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার বলছে, পঙ্গপালের জীবাণু সরাসরি নির্মূল করা হবে। বলিভিয়ার কৃষিমন্ত্রী বলেছেন, আমরা পঙ্গপালের জীবাণু মুক্ত করতে স্থানীয় কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার চারপাশে ও ভেতরে ৫০০ মিটারের একটি বেষ্টনী গড়ে তুলব। মোরালেস শুক্রবার ক্রুজ প্রদেশ সফর করবেন।
×