ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করবে চীন

প্রকাশিত: ০৪:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করবে চীন

আগামী ৩ দশক পর বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করবে চীন। এর পরের অবস্থানেই থাকবে ভারত। যুক্তরাষ্ট্র চলে আসবে তৃতীয় অবস্থানে। এমনটাই উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্সের প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, জার্মানি, ইতালি আর ব্রিটেনকে পেছনে ফেলে ২০৫০ সাল নাগাদ ইউরোপের অর্থনীতি নিয়ন্ত্রণ করবে রাশিয়া। পিডব্লিউসির প্রতিবেদন বলছে, ২০৫০ সাল নাগাদ চীনের জিডিপির আকার হবে ৫৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, ভারতের ৪৪ ট্রিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের মোট জিডিপির আকার হবে ৩৪ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ২০৩০ সাল নাগাদ বিশ্বে কর্তৃত্ব হারাবে যুক্তরাষ্ট্র। -অর্থনৈতিক রিপোর্টার ভারতে তুলার দাম বাড়ছে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে তুলার দাম বেড়েছে। তবে দাম এমন সময় বাড়ল, যখন লোকসানের মুখে পড়ে দেশটির কৃষকরা তুলা আবাদে পিছিয়ে যাচ্ছিলেন। এ কারণে পণ্যটির দরবৃদ্ধিকে প্রত্যাশিত বলে অভিহিত করছেন বাজার বিশ্লেষকরা। ভারতে প্রতি কুইন্টাল তুলা বিক্রি হচ্ছে ৫ হাজার ১০০ থেকে ৫ হাজার ৪০০ রুপীর মধ্যে। এর মধ্যে নিম্নমানের তুলা কুইন্টালপ্রতি বিক্রি হচ্ছে ৪ হাজার ১০০ রুপীতে। আর ভাল মানের তুলা প্রতি কুইন্টাল ৫ হাজার ৪০০ রুপী দরে বিক্রি হয়েছে। গত বছর খরার কারণে ভারতে তুলা উৎপাদন ব্যাহত হয়। পাশাপাশি কয়েক বছর ধরে বাজারে নিম্নমুখী প্রবণতায় রয়েছে পণ্যটির দাম। গত বছর প্রতি কুইন্টাল তুলার গড় দাম ছিল ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ রুপীর মধ্যে। এমন পরিপ্রেক্ষিতে দেশটির কৃষকরা তুলা আবাদে উৎসাহ হারিয়ে ফেলছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার
×