ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দেশের একমাত্র আধুনিক ফুলের বাজার হচ্ছে গদখালীতে

প্রকাশিত: ০৪:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭

দেশের একমাত্র আধুনিক ফুলের বাজার হচ্ছে গদখালীতে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালীর কৃষকদের জন্য সুখবর নিয়ে এসেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিফতর (এলজিইডি)। ফুল চাষীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সেখানে হতে যাচ্ছে দেশের একমাত্র আধুনিক ফুলের বাজার। নির্মাণ হতে চলেছে কোল্ড স্টোরও। কৃষকদের এ সুবিধা দিতে ইউএসএআইডির অর্থায়নে ইতোমধ্যে সার্ভে কাজ সম্পন্ন হয়েছে। গদখালীর মতো যশোরের গ্রামাঞ্চলে আরও ১২টি আধুনিক বাজার ও ১২টি কালেকশন সেন্টার নির্মাণ হতে চলেছে। আর এসব বাজার ও সেন্টারে চাষীদের উৎপাদিত সবজি-ফুল আনা নেয়ার সুবিধার্থে নির্মাণ করা হচ্ছে ১০০ কিলোমিটার রাস্তা। ২০১৯ সালের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন করে কৃষকদের নিরাপদ ফুল ও সবজি উৎপাদনে সহযোগিতা করা হবে। বৃহস্পতিবার এলজিইডি যশোর ট্রেনিং সেন্টারে বাংলাদেশ এগ্রিক্যালচার ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রামের (বিএআইডিপি) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য দিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপক মিশেল জি নেলসন। তিনি বলেন, বিএআইডিপি কর্মসূচী বাস্তবায়নে দক্ষিণাঞ্চলে ব্যয় হবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদন, ফুল চাষ, বীজ সংরক্ষণ এবং উৎপাদিত ফসল বাজারে আনা-নেয়ার জন্য অবকাঠামো নির্মাণে এ অর্থ খরচ করা হবে। তিনি ফুল চাষকে গুরুত্ব দিয়ে বলেন, চাষীরা যাতে ভাল দাম পায় এজন্য সেখানে দেশের একমাত্র আধুনিক ফুলের বাজার স্থাপন ও কোল্ড স্টোর নির্মাণ করা হচ্ছে। প্রকল্প পরিচালক জসীম উদ্দিন বলেন, ২০১৫ সাল থেকে এ প্রকল্পটি শুরু হয়েছে। আগামী ২০১৯ সালের মধ্যে সব কাজ শেষ করে ভাল ফসল উৎপাদনে কৃষকদের সহযোগিতা করা হবে। ময়মনসিংহে আটা, ময়দা ও তেলের দাম বৃদ্ধি স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের মেছুয়া বাজারসহ সবকটি বাজারেই বেড়েছে আটা, ময়দা ও ভোজ্যতেলসহ মাংসের দাম। চালের দামও বেড়েছে কেজিপ্রতি এক টাকা থেকে দুই টাকা। ভোক্তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট কারসাজি করে এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে ক্রেতা সাধারণকে বাধ্য হয়েই বাড়তি দামে কিনতে হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য। শহরের পাইকারি ও খুচরা বেচা-বিক্রির সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র মেছুয়া বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে আটা, ময়দা ও ভোজ্যতেলের দাম। মাংসের দাম বেড়েছে কেজিপ্রতি ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২৮ টাকায়। ময়দার দাম বেড়েছে কেজিপ্রতি ৯ টাকা। ৩৩ টাকার প্রতি কেজি খোলা ময়দা বিক্রি হচ্ছে ৪২ টাকা। প্রতি ৭৪ কেজির ময়দার বস্তায় দাম বেড়েছে ৬০০ টাকা থেকে ৭০০ টাকা। আর প্যাকেটজাত আটা প্রতি কেজি ৩২ টাকা এবং ময়দা বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। আমদানি করা সব ধরনের ভোজ্যতেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৫ থেকে ৬ টাকা। বিভিন্ন ব্র্যান্ডের ভোজ্যতেল ৯৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়।
×