ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কমন্স সভার স্পীকার

ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেয়ার যোগ্য নন ট্রাম্প

প্রকাশিত: ০৩:৪০, ৮ ফেব্রুয়ারি ২০১৭

ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেয়ার যোগ্য নন ট্রাম্প

ব্রিটেনের কমন্স সভার স্পীকার মনে করেন, ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ এমপিদের উদ্দেশে ভাষণ দেয়ার জন্য যোগ্য নন। তিনি বলেন, বর্ণবাদ ও লিঙ্গবৈষম্যবাদের প্রতি পার্লামেন্টের দীর্ঘ বিরোধী অবস্থানের কারণে ওয়েস্টমিনস্টারে ভাষণ দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে তিনি অস্বীকৃতি জানাবেন। খবর গার্ডিয়ানের। স্পীকার জন বারকো বলেন, রাষ্ট্রীয় সফরে মর্যাদাপূর্ণ ওয়েস্টমিনস্টার হলে ভাষণ দেয়ার সুযোগ কোন স্বয়ংক্রিয় অধিকার নয়, এই সম্মান অর্জন করে নিতে হয়। অনেক এমপি বারকোর অপ্রত্যাশিত এই মন্তব্যের প্রশংস করেছেন। আবার মন্ত্রীসহ সরকারের বিভিন্ন অংশ ক্ষুব্ধ মনোভাবও ব্যক্ত করেছেন। তারা বলছেন, এ ক্ষেত্রে স্পীকার অতিমাত্রার পদক্ষেপ গ্রহণ করেছেন। সিনিয়র কর্তাব্যক্তিরা স্পীকারের বিরুদ্ধে লোকদেখানো কর্মকা-ের অভিযোগ করেছেন এবং লর্ড সভার স্পীকার লর্ড ফোলার অপ্রত্যাশিত মন্তব্যে বিরক্ত বলে মনে হয়েছে। বারকো এমপিদের বলেন, ট্রাম্পকে দেয়া টেরেসা মের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ রুখে দেয়ার ক্ষমতা তিনি রাখেন না। তবে তিনি বলেন, সরকারী সফরের গুরুত্বপূর্ণ বিবেচিত একটি অংশ প্রতিরোধে তার কর্তৃত্ব প্রয়োগ করবেন। স্পীকার বলেন, বারাক ওবামা ২০১২ সালে ওয়েস্টমিনস্টার হলে ভাষণ দিয়েছিলেন। ঠিক সেই একই স্থানে তিনি ট্রাম্পের ভাষণের পরিকল্পনার সবসময় বিরোধী ছিলেন। তবে শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ভাষণের বিরুদ্ধে তার অবস্থান এখন আরও কট্টর। বারকো বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে চাই না।’ স্পীকার বারকো জানান, ওয়েস্টমিনস্টার হলে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানানো কেবল তার একার মাধ্যমে হয় না। এর সঙ্গে লর্ডস সভার স্পীকার ফোলারও সংশ্লিষ্ট। লর্ডস সভার একজন মুখপাত্র বলেন, ‘বারকো তার মন্তব্যের বিষয়ে লর্ড স্পীকারের সঙ্গে আলাপ করেননি। লর্ড স্পীকার মঙ্গলবার লর্ডস সভায় তার নিজস্ব মন্তব্য জানাবেন।’ ভাষণ প্রক্রিয়ায় বারকোর হস্তক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন সম্মানিত ব্যক্তিকে বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হয়। সরকারী কর্মকর্তারা বলেছেন, রাষ্ট্রের প্রধানকে আমন্ত্রণ জানানোর একটি সরকারী আবেদন বারকো ও ফোলারের কাছে পাঠানো হবে। তারা উভয়েই এতে সম্মতি দিতে বাধ্য হবেন। এ সময় তারা রানীর প্রতিনিধি লর্ড চেম্বারলেইনের সঙ্গে আলাপ করবেন। এদিকে দেড়শর বেশি এমপি ট্রাম্পকে ওয়েস্টমিনস্টার হলে ভাষণ দেয়ার সুযোগ দেয়ার বিরোধিতা করে স্পীকারের কাছে চিঠি লিখেছেন। নয়া প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক গড়তে কঠোর পরিশ্রম করছেন মন্ত্রী ও ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা। তারা বারকোর অপ্রত্যাশিত কড়া মন্তব্যে উদ্বিগ্ন। সম্প্রতি টেরেসা মে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছেন এবং তিনি নিজেকে ইইউ নেতাদের ও ট্রাম্পের মধ্যে সেতুবন্ধন হতে চেয়েছেন। এদিকে সরকারী সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, ট্রাম্প এই ভাষণকে মূলত সরকারী আয়োজন বিবেচনা করছেন। তবে তিনি এটি চান না বলে দাবি সূত্রের। ট্রাম্প বরং সফরে রানীর সঙ্গে সাক্ষাত, সামরিক কুচকাওয়াজ ও বালমোরাল প্রাসাদে গলফ খেলার মতো আয়োজন ও অনুষ্ঠানে আগ্রহী।
×