ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জাবিরের আলীনগর চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:৪২, ৪ ফেব্রুয়ারি ২০১৭

জাবিরের আলীনগর চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আনোয়ারা সাঈদ স্মৃতি ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে আলীনগর মিতালী সংঘ। শুক্রবার দুপুরে ফাইনাল ম্যাচে কিস্তিবাজদি বাবলু স্মৃৃতি সংসদের মুখোমুখি হয় আলীনগর মিতালী সংঘ। যেখানে ১০০-৯০ পয়েন্টে আলীনগর চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী যে দল আগে ১০০ পয়েন্ট অর্জন করবে সেই দল জয়লাভ করবে। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন রাজনৈতিক বিশ্লেষক মাহজাবিন আহমেদ মিমি (বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছোট মেয়ে)। সভাপতি ছিলেন শামসুল আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মরিয়ম গ্রুপের কর্ণধার মরিয়ম হেলাল। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক শিল্পপতি ও ক্রীড়া সংগঠক আলম আহমেদ। খেলাটি অনুষ্ঠিত হয় গাজীপুরের কাপাসিয়ার আড়ালের দক্ষিণগাঁওয়ের মরিয়ম ভিলেজে। খেলাটি উপভোগ করতে মাঠে হাজির ছিলেন প্রায় ১৫ হাজার দর্শক। চ্যাম্পিয়ন আলীনগর দলের হয়ে খেলেন জাতীয় ভলিবল দলের অধিনায়ক আল-জাবির, হরষিত, আলী, সোহেল, আতিক ও ইসা। রানার্সআপ দলও কম যায় না। জাতীয় দলের বর্তমান ও সাবেক মিলিয়ে তাদের দলের হয়ে খেলেন চার খেলোয়াড়। সাইকেল, মোটর সাইকেল, অটো, নসিমনে চেপে খেলাটি দেখতে পঙ্গপালের মতো মাঠে ছুটে আসেন নানা বয়সের হাজারও দর্শক। শহরের চেয়ে গ্রামেগঞ্জে ভলিবলের জনপ্রিয়তা যে অনেক বেশি, সেটা প্রমাণ হয় তাতেই। এই খেলা দেখতে ঢাকার মহাখালী থেকে স্কুটি চালিয়ে ৭০ বছর বয়সী মোঃ ইব্রাহিম দক্ষিণগাঁওয়ে চলে এসেছেন। আশেপাশের তিন-চার থানার লোকজনও তাই। ১২ বছর বয়সী সীমান্ত। পড়ে ক্লাস সিক্সে। চার কিলোমিটার দূর থেকে ফাইনাল দেখতে এসেছে বড় ভাইয়ের সাইকেলে চেপে। ভলিবলও খেলতে পারে এই বয়সেই। খেলা দেখে আনন্দ লাগে তারও। স্বপ্ন বড় হয়ে ভলিবলার হতে চায় সে। টুর্নামেন্টের পৃৃষ্ঠপোষক ক্রীড়া সংগঠক শিল্পপতি আলম আহমেদ জানালেন, ‘আমাদের বর্তমান সমাজ কিছুটা বিপথগামী হয়ে পড়েছে। বিশেষ করে যুব সমাজ। তাদের সুপথে রাখার জন্য খেলাধুলা হতে পারে সবচেয়ে ভাল মাধ্যম। এটা চিন্তা করেই আামি এই এলাকায় ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছি। সেক্ষেত্রে আমার রাজনীতিবিদ প্রয়াত বড় বোনের নামে টুর্নামেন্টের নামকরণ করেছি। ’
×