ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ড. মঞ্জুরুল হক পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:০৭, ২ ফেব্রুয়ারি ২০১৭

ড. মঞ্জুরুল হক পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) সদস্য (প্রকৌশল) ড. প্রকৌশলী মঞ্জুরুল হককে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) পদে নিয়োগ প্রদান করেছেন। ড. মঞ্জুরুল হক ১৯৫৮ সালের ১ সেপ্টেম্বর সৈয়দপুর, নীলফামারী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৮১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতক ডিগ্রী লাভের পর ১৯৮১ সালের ১৩ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন এবং ১৯৮৬ সালে উর্ধতন প্রকৌশলী, ১৯৯৫ সালে মুখ্য প্রকৌশলী এবং ২০০৫ সালে প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন। কমিশনে যোগদানের পর থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে দেশের প্রথম ৩ গড ঞজওএঅ গবেষণা রিএ্যাক্টর স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি রিএ্যাক্টর ফিজিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।-বিজ্ঞপ্তি নকিয়া ১৫০ মডেলের হ্যান্ডসেট বাজারজাত করার ঘোষণা এইচএমডি গ্লোবাল ওওয়াই (এইচএমডি) বাংলাদেশের বাজারে নকিয়া ১৫০ নামে ডুয়াল সিমের নতুন একটি মোবাইল ফোন সেট বিপণনের ঘোষণা দিয়েছে। নকিয়া ফোন বিপণনের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এইচএমডি নতুন এই হ্যান্ডসেটটি বাজারে ছাড়ার এ ঘোষণা দিল। এইচএমডি হলো নকিয়া ফোন বাজারজাতকরণের স্টার্ট-আপ বা নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান, যেটির সদর দফতর ফিনল্যান্ডে অবস্থিত। এই প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য নিউ জেনারেশন বা নতুন প্রজšে§র ফোন বাজারজাত করবে। এর মধ্যে বিদ্যমান ফিচার ফোন বিজনেস যেমন থাকবে তেমনি অত্যাধুনিক স্মার্টফোনের সম্ভারও থাকবে। নকিয়া ১৫০ হ্যান্ডসেটের বিপণন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে এইচএমডি বাজারে নকিয়া ফিচার ফোনের উপস্থিতি জোরদার করবে, ঠিক যেভাবে নকিয়া ১০৫, নকিয়া ২১৬ ও নকিয়া ২৩০Ñ এসব হ্যান্ডসেট বেস্ট-সেলার বা সর্বাধিক বিক্রীত হওয়ার গৌরব অজর্ন করেছিল।-বিজ্ঞপ্তি
×