ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রায়পুরে সেপটিক ট্যাঙ্ক থেকে স্বামীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:১৯, ২৯ জানুয়ারি ২০১৭

রায়পুরে সেপটিক ট্যাঙ্ক থেকে স্বামীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা রায়পুর থেকে জানান, রায়পুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী আবু তাহেরকে (৫৫) গলা কেটে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় স্ত্রী রাবেয়া খাতুন (৩৫) ও মেয়ে তানিয়া আক্তারকে (১৬) আটক করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের রেহান উদ্দিন জমাদার বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে রাবেয়া ও তার সহযোগীরা মিলে আবু তাহেরকে হত্যা করে। নিহত আবু তাহের রায়পুর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। ২০ বছর পূর্বে রাবেয়া খাতুনের সঙ্গে আবু তাহেরের বিয়ে হয়ে। তাদের সংসারে দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। জানা যায়, স্ত্রীর পরকীয়ার জেরে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হয়েছিল। নিহতের বড় ভাই নুরুল ইসলাম বলেন, বুধবার থেকে তাহের নিখোঁজ হয়। সন্দেহ হলে স্ত্রীকে আটক করে জিজ্ঞাসা করা হয়। এতে সহযোগীদের নিয়ে স্বামীকে গলা কেটে হত্যা করার দায় স্বীকার করে রাবেয়া। পরে তার তথ্যমতে সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বগুড়ায় গৃহবধূ স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, ধুনট উপজেলার বাঁশঝাড়ে আর্জিনা বেগম (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের রেজাউল করিমের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য ছিল। সকালে বাঁশঝাড়ে গলায় ফাঁস দেয়া লাশ পাওয়া যায়। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পারিবারিক কারণে প্রায়ই আর্জিনার স্বামী নির্যাতন করত। ফতুল্লায় যুবক নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ থেকে জানান, ফতুল্লায় নিখোঁজের দুদিন পর মানিক মিয়া (৩৫) নামে এক ইটভাঁটির শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টায় ফতুল্লার লালপুর রিয়াদ চৌধুরীর মাছের খামার হতে মানিকের লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের অভিযোগ, এলাকার বখাটে ও মাদক বিক্রেতারা হত্যা করে তার লাশ খামারে ফেলে দিয়েছে। নিহত মানিক মিয়া ফতুল্লার ফাজিলপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। সে বক্তাবলীর বাবুল মিয়ার ইটভাঁটিতে কাজ করত।
×