ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে দুই ;###;সাঁওতালের জামিন নামঞ্জুর

ইক্ষু খামারের কর্মীকে মারধর

প্রকাশিত: ০৫:১১, ২৭ জানুয়ারি ২০১৭

ইক্ষু খামারের কর্মীকে মারধর

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৬ জানুয়ারি ॥ রংপুর চিনিকলের আওতাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে পাইপ উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে দবির উদ্দিন নামে চিনিকলের এক নিরাপত্তাকর্মীকে মারপিটের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুুই আদিবাসী সাঁওতালের জামিন না মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুর সাঁওতাল পলীর হোপনা মিস্ত্রির ছেলে মেখাই মুরমু ও মাদারপুর সাঁওতাল পলীর বান্না মুরমু’র ছেলে কৃষ্ণ মুরমু। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ.এস.এম তাসকিনুল হক এ আদেশ দেন। ওই মামলার ১২ আসামি স্ব শরীরে তাদের আইনজীবির মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক শুনানী শেষে ১০ আসামির জামিন মঞ্জুর ও দুই আসামির জামিন না মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন জয়পুর ও মাদারপুর গ্রামের আব্দুস সোবহান, সুধীর কুমার, আব্দুল খালেক, হবিবুর রহমান, শফিকুল ইসলাম, ইব্রাহিম আলী, আব্দুল আজিজ, ময়নুল হক, স্বপন ও বিটকা। জানা গেছে, গত ১৪ জানুয়ারি ইক্ষু খামারের জমিতে সেচ কাজে ব্যবহৃত বোরিং পাইপ মাদারপুর ও জয়পুর গ্রামের কিছু ব্যক্তি উত্তোলন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
×