ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

* প্রত্নতত্ত্ব অধিদফতরের চিঠি নিয়ে বিস্ময় * অর্ধেক ভাঙ্গার পর কমিটি গঠন

২৭১ বছরের পুরনো মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে

প্রকাশিত: ০৬:১৭, ২১ জানুয়ারি ২০১৭

২৭১ বছরের পুরনো মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বাইরে দেখে আঁচ করার উপায় নেই ভেতরে ২৭১ বছরের পুরনো মসজিদ আছে। পুরান ঢাকার আজিমপুরের নিউ পল্টন এলাকায় সরু এক রাস্তার ধারে জনবহুল এলাকায় এ মসজিদটির অবস্থান। এটি আজিমপুর শাহী মসজিদ হিসেবে পরিচিত। গবেষকরা বলছেন, সব মসজিদ শাহী মসজিদ নয়। যেসব মসজিদ নবাবদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে এবং একটি কবরস্থানসহ অন্যান্য বিষয়কে মাথায় নিয়ে নির্মাণ হয়েছেÑ সেসব মসজিদকে শাহী মসজিদ হিসেবে বর্ণনা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের শিক্ষক নুরুল কবির এ মসজিদ নিয়ে বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন, এ মসজিদের একটি শিলালিপি দেখে ধারণা পাওয়া যায় যে এটি ১৭৪৬ সালে নির্মিত। তখন নবাব আলীবর্দি খাঁ বাংলার শাসনকর্তা। মি: কবির বলেন, ‘এ মসজিদের গম্বুজ অনেকটা তুরস্কের অটোম্যান আমলের স্থাপত্য শৈলীর মিল আছে।’ কিন্তু নতুন ছয়তলা মসজিদ নির্মাণের জন্য প্রায় পৌনে তিনশ’ বছরের পুরনো এ মসজিদটি ভাঙ্গার কাজ শুরু করেছিলেন মসজিদ কর্তৃপক্ষ। ইতোমধ্যে মসজিদের প্রায় অর্ধেক ভেঙ্গে ফেলা হয়েছে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন, এলাকায় জনসংখ্যা বৃদ্ধির কারণে এখন মসজিদে জায়গার সংকুলান হচ্ছে না। সে কারণে এ মসজিদ ভেঙ্গে ছয়তলা মসজিদ তৈরির উদ্যোগ নেয়া হয়েছিল। এত পুরনো হওয়া সত্ত্বেও এ মসজিদটি প্রতœতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃত হয়নি। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বলছেন, ভাঙ্গার কাজ শুরুর আগে তারা প্রতœতত্ত্ব অধিদফতরের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন এ মসজিদটি তাদের তালিকায় রয়েছে কিনা। কিন্তু প্রতœতত্ত্ব অধিদফতর চিঠি দিয়ে মসজিদ কর্তৃপক্ষকে জানিয়েছে যে, এ স্থাপনাটি তাদের তালিকায় নেই। তিনি বলেন, ‘আমরা তো স্পেশালিষ্ট না। যারা স্পেশালিষ্ট তারা বলছে যে এটা পুরাকীর্তি না। তখন আমরা ভাঙ্গছি।’ এ মসজিদটি ভেঙ্গে নতুন বহুতল মসজিদ নির্মাণের প্রয়োজন আছে কিনা সেটি নিয়ে এলাকায় অনেকের মাঝে দ্বিমত আছে। কেউ মনে করেন যেহেতু জুমার নামাজ, তারাবীর নামাজ কিংবা অন্য কোন বিশেষ দিনে মসজিদে মুসল্লিদের জায়গা হয় না সেজন্য এটি ভেঙ্গে নতুন মসজিদ করা প্রয়োজন। অন্যদিকে কেউ কেউ মনে করে, পুরনো কাঠামো অক্ষত রেখে মসজিদটিকে কিভাবে সম্প্রসারণ করা যায় সেদিকে নজর দেয়া উচিত ছিল। শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের পরামর্শে এবং প্রতœতত্ত্ব অধিদফতরের হস্তক্ষেপে ভাঙ্গার কাজ আপাতত বন্ধ রয়েছে। বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে প্রতœতত্ত্ব অধিদফতর। এখনও পর্যন্ত যতটুকু অক্ষত আছে সেটিকে বাঁচিয়ে কিভাবে মসজিদটিকে সম্প্রসারণ করা যায় সে সুপারিশ করবে বিশেষজ্ঞ কমিটি। কিন্তু ততক্ষণে ২৭১ বছরের পুরনো এ মসজিদটির প্রায় অর্ধেক ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। Ñসূত্র: বিবিসি
×