ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভ্যাটের হার ৭ শতাংশ নির্ধারণের দাবি এফবিসিসিআইয়ের

প্রকাশিত: ০৬:২৫, ১৯ জানুয়ারি ২০১৭

ভ্যাটের হার ৭ শতাংশ নির্ধারণের দাবি এফবিসিসিআইয়ের

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ নির্ধারণ করার দাবি জানিয়ে নতুন ভ্যাট আইন কার্যকর করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনারে এ দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ সময়, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড। চলতি অর্থবছর থেকেই কার্যকরের কথা ছিল নতুন ভ্যাট আইন। তবে ব্যবসায়ীদের চাপের মুখে সরে আসে সরকার। এর পর ২০১৭ সালের জুলাই থেকে কার্যকর করার নতুন ঘোষণা দেয় সরকার। এ ঘোষণার পর থেকেই ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে আসছে এনবিআর। তারই ধারাবাহিকতায় এ করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনার। সেমিনারে অংশ নেয়া ব্যবসায়ীরা ভ্যাটের হার ১৫ থেকে নামিয়ে ৭ শতাংশ করার দাবি তোলেন। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের কলকাতায় অনুষ্ঠেয় তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৭ এ যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন শিল্পমন্ত্রী। শুক্র ও শনিবার (২০-২১ জানুয়ারি) কলকাতার মিলনমেলা হলে এ ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে। শিল্প মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ, আবগারি, শিল্প ও বাণিজ্য এবং রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ড. অমিত মিত্রের আমন্ত্রণে তিনি এ সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে শিল্পমন্ত্রী ৩০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সংসদ সদস্য কামরুল আশরাফ খান, বিসিকের চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, সবেক সংসদ সদস্য ফখরুল ইসলাম মুন্সি, এফবিসিসিআইর প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ অন্তর্ভুক্ত রয়েছেন।
×