ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাসুম রেজার ‘সুরগাঁও’ নাটকে মিশু চৌধুরী

প্রকাশিত: ০৪:০৮, ১৯ জানুয়ারি ২০১৭

মাসুম রেজার ‘সুরগাঁও’ নাটকে মিশু চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ মিশু চৌধুরী। এক সময় ক্রিকেট খেলতেন। এ অঙ্গনে বেশ নামও হয়েছিল তার। সংস্কৃতি অঙ্গনে ভালবাসার টানে একজন মঞ্চকর্মী হিসেবে যাত্রা শুরু করেন। সেই অভিজ্ঞতায় ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন। নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি ট্রাভেল ও টকশো উপস্থাপনা করছেন। এছাড়া সম্প্রতি স্পোর্টস প্রোগ্রামের প্রেজেন্টার হিসেবেও কাজ শুরু করেছেন তিনি। এক সময় নিজ জেলা বগুড়ায় মঞ্চ নাটকে কাজ করতেন। সেখানে বগুড়া থিয়েটারের হয়ে একাধিকমঞ্চ নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ ২০০৯ সালে ‘নুরুলদিনের সারা জীবন’ নাটকে অভিনয় করেন। এরপর ঢাকায় এসে টিভি মিডিয়ায় ব্যস্ত হয়ে পরেন তিনি। ব্যস্ততা সত্ত্বেও ৭ বছর পর আবারও মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। দেশ নাটক প্রযোজিত ‘সুরগাঁও’ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি। নাট্যকার মাসুম রেজা রচিত ও নির্দেশিত ‘সুরগাঁও’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামীকাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির মঞ্চায়ন হবে। নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মিশু। নতুন এ নাটক প্রসঙ্গে মিশু চৌধুরী বলেন ৭ বছর পর আবারও মঞ্চে অভিনয় করতে যাচ্ছি। এজন্য দেশ নাটক, ‘সুরগাঁও’ নাটকের নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। নাটকটির জন্য আমি দর্শক শ্রোতা ও ভক্তদের কাছে দোয়া চাই। পাশাপাশি নাটকটি দেখার জন্য আমন্ত্রণ জানাই। এদিকে অভিনেত্রী মিশু চৌধুরী সম্প্রতি সময় টিভির ট্রাভেল টকশো অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন। পাশাপাশি বৈশাখী টিভির ‘নগর জোনাকি’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত ধারাবাহিক ‘মায়া’ নাটকটি সোম ও মঙ্গলবার এনটিভিতে প্রচার হচ্ছে। এছাড়াও আগে কাজ শেষ করা বিভিন্ন টিভি চ্যানেলের বেশকিছু নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। মিশু জানান, সম্প্রতি কাজের ক্ষেত্রে তার এক নতুন অভিজ্ঞতা যোগ হয়েছে। নিউজ প্রেজেন্টার হিসেবে নিউজ টোয়েন্টিফোর চ্যানেলে যোগ দিয়েছেন। এতে তিনি স্পোর্টস নিউজ প্রেজেন্ট করছেন। একই সঙ্গে এ চ্যানেলের ‘অন দ্য ফিল্ড’ শিরোনামে স্পোর্টস বিষয়ক টকশোর উপস্থাপক হিসেবেও কাজ করছেন। অনুষ্ঠানটি প্রতিদিনি সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত প্রচার হচ্ছে। মিশু চৌধুরী বলেন, নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের পুরো টিম খুবই হেল্পফুল। এখানে কাজ করতে গিয়ে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছি। একটি চলচ্চিত্রেও কাজের কথা হচ্ছে মিশুর। আগামী মার্চ মাসে চলচ্চিত্রের কাজ শুরু করতে পারেন বলে জানান তিনি। সব মিলে ছোটপর্দায় বেশ ব্যস্ত সময় কাটছে তার। অল রাউন্ডার মিশু চৌধুরীর জন্য শুভ কামনা।
×