ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সামরিক আইন জারির হুমকি দূতার্তের

প্রকাশিত: ২০:১৩, ১৬ জানুয়ারি ২০১৭

সামরিক আইন জারির হুমকি দূতার্তের

অনলাইন ডেস্ক ॥ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দূতার্তে এবার দেশে সামরিক আইন জারির হুমকি দিয়েছেন। তার মতে এটি এখন জরুরি হয়ে পড়েছে। খবর এনবিসির। নিজ শহর দাবাওয়ে রবিবার দেয়া এক বক্তৃতায় দূতার্তে বলেন, আমি ফিলিপাইনের জনগণকে রক্ষা করতে চাই। এটা আমার দায়িত্ব। এবং আমি এখন বলতে চাই এর জন্য আমাকে যদি সামরিক জারিও করতে হয় আমি করবো। দূতার্তে আরও বলেন, দেশের সর্বোচ্চ আদালতকেও আমি তোয়াক্কা করি না। কেউ আমাকে থামাতে পারবে না। কারও জীবন এবং দেশবাসীকে রক্ষার অধিকারই আমার কাছে সবার ঊর্ধ্বে, যেখানে যতই সীমাবদ্ধতা থাকুক না কেন।
×