ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্প পণ্যের তিনটি আর্ন্তজাতিক প্রদর্শণী

প্রকাশিত: ০১:৩৩, ১৫ জানুয়ারি ২০১৭

রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্প পণ্যের তিনটি আর্ন্তজাতিক প্রদর্শণী

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে আগামী ১৮ জানুযারী, বুধবার রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্পের তিনটি আর্ন্তজাতিক প্রর্দশণী। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনব্যাপী এ প্রদর্শণীগুলোর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ‘গার্মেন্টেক বাংলাদেশ ২০১৭’ ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক র্সোসিং ফেয়ার’ এবং গ্যাপেক্সপো’ শীর্ষক তিনটি প্রদর্শণীতে ২৪টি দেশের ৪০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। জাকারিয়া ট্রেড আ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েসন (বিজিএপিএমইএ) সম্মিলিতভাবে প্রদর্শণীগুলোর আয়োজন করবে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়। রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান পোশাক শিল্পের মেশিনারি এবং এর সহায়ক পণ্যের ১৬তম আর্ন্তজাতিক প্রদর্শণী ‘গার্মেন্টেক বাংলাদেশ ২০১৬’; ৮ম ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক র্সোসিং ফেয়ার’ এবং ৮ম ‘গ্যাপেক্সপো’ শীর্ষক তিনটি প্রদর্শণী আইসিসিবি’র আটটি হল জুড়ে অনুষ্ঠিত হবে, যা চলবে আগামী ১৮ থেকে ২১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত। আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারের প্রদর্শণীতে বাংলাদেশ, ভারত , চীন, দক্ষিন কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, থাইল্যান্ড, কলম্বিয়া, মালয়শিয়া, কানাডা, স্পেন, ফ্রান্স এবং হংকং’এর মোট ৪০০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। প্রতিষ্ঠানগুলো প্রডাক্টিভিটি, সেইফটি, কমপ্লায়েন্স, ইফিসিয়েন্সি, ভ্যালু এডিশন, প্রডাক্ট ডাইভারসিফিকেশন, ফ্যাব্রিক সোর্সিং এবং প্যাকেজিং সংশ্লিষ্ট টেকনোলজি সল্যুশন্স উপস্থাপন করবে। সংবাদ সম্মেলনে বিজিএপিএমইএ’এর সভাপতি মো: আব্দুল কাদের খান বলেন, “গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং পন্য রপ্তানি করে দেশে বিগত অর্থ বছরে প্রায় ৬.১২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। বিজিএমইএ ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। এটি অর্জন করতে হলে এ শিল্পে সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন। এ ধরনের ট্রেড শো এ শিল্প সংশ্লিষ্টদের দোড়গোড়ায় আর্ন্তজাতিক প্রযুক্তি পৌছে দিবে।”
×