ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় হাজীর বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৫:৫৬, ১২ জানুয়ারি ২০১৭

বাণিজ্যমেলায় হাজীর বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রতারণা দ্বায়ে হাজীর বিরিয়ানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিবছর মেলা আসলেই খাবারের স্টলগুলো নিয়েই বিস্তর অভিযোগ উঠে। প্রতিবছরের মতো এবারও ভোক্তাদের বোকা বানিয়ে অধিক বিল নেয়াসহ প্রতারণার অভিযেগ উঠে। প্রতিদিন অতিরিক্ত বিল আদায়ের জন্য নানা তর্ক-বিতর্ক হয়। আর এই অভিযোগ সবচেয়ে বেশি হাজীর বিরিয়ানির নামে। বিষয়টি নিয়ে বিস্তারিত একটি সংবাদ প্রকাশ হয় দৈনিক জনকণ্ঠে। তারই ধারাবাহিতকায় গত দুইদিন বেশ তৎপর দেখা গেছে, ভ্রামমাণ আদালত ও বাণিজ্যমেলায় অবস্থিত ভোক্তা অধিদফতরের কর্মকর্তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, বাণিজ্যমেলায় গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই একাধিক খাবারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় এসব দোকানের মালিককে জরিমানাও করা হয়েছে। জরিমানা দেয়া দোকানের মধ্যে সবচেয়ে ‘হাজীর বিরিয়ানি’ বিশেষভাবে আলোচিত। মঙ্গলবার হাজীর বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মেলায় পুরান ঢাকার নাজির বাজারের ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি অংশ নেয়নি। তবে তাদের নাম ভাঙিয়ে একই নামে দোকান খোলা হয়েছে। যেখানে গ্রাহকরা আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে মেলা কর্তৃপক্ষে সাঁটানো মূল্য তালিকার চেয়ে অধিক টাকা আদায় করা হচ্ছে। গ্রাহকদের অভিযোগের কথা আমলে নিয়ে মেলায় হাজীর বিরিয়ানিতে অভিযানে গিয়ে অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগ সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ‘হাজীর বিরিয়ানি’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া নিয়ম অনুযায়ী দোকানে খাবারের মূল্য তালিকা সাঁটিয়ে না রাখার অভিযোগে আল-নূর রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এদিকে মেলায় পূর্বের চেয়ে ভ্রামমাণ আদালতের তৎপরতা একটু বেশি দেখা গেছে।
×