ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ

প্রকাশিত: ০৩:৩৭, ৬ জানুয়ারি ২০১৭

গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৃহস্পতিবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-সম্প্রতি সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করার পরিকল্পনা নিচ্ছে। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শিল্প খাতে বেসরকারী এবং বিদেশী বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে এফবিসিসিআই আশঙ্কা করছে। কারণ দেশের জ্বালানির ৭৪ ভাগ পূরণ হয় প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৫ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান বেড়েছে ২৮ দশমিক ৭ থেকে ৩১ দশমিক ৫৪ ভাগ। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৪ ভাগ। রূপকল্প-২০২১ এর লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৫ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ৫ দশমিক ৪৬, অর্থাৎ প্রায় দ্বিগুণ বৃদ্ধি করতে হবে। বিদ্যমান বিনিয়োগের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেসরকারী বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে শিল্পায়নকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশীয় ও বিদেশী বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকারও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। যাতায়াত ব্যবস্থার উন্নয়নসহ নানা রকম অবকাঠামোগত উন্নয়ন, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে বিভিন্ন শ্রেণীর ভোক্তাদের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছিল। ১ বছরেরও কম সময়ের ব্যবধানে ২০১৬ সালের আবারও গ্যাসের অত্যধিক মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়। এতে শিল্প খাতে বিনিয়োগ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধি শিল্প খাতে সরাসরি খরচ বৃদ্ধি পাবে। বিশেষ করে পরিবহন খরচ, বাণিজ্যিক উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার ফলে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি।
×