ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

উত্তর সিরিয়ায় জঙ্গী আস্তানায় বিমান হামলায় নিহত ৩০

প্রকাশিত: ০৬:০০, ৫ জানুয়ারি ২০১৭

উত্তর সিরিয়ায় জঙ্গী  আস্তানায় বিমান  হামলায় নিহত ৩০

সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গীদের ব্যবহৃত একটি ভবনে বিমান হামলায় অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ। সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। খবর ইয়াহু নিউজের উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারমাদার শহরতলীতে নুসরা ফ্রন্ট নামে পরিচিত জঙ্গীগোষ্ঠীর ব্যবহৃত ওই ভবনে রুশ নাকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে তা ঠিক নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ায় রাশিয়া এবং তুরস্ক সমর্থিত অস্ত্রবিরতির পঞ্চমদিন ছিল মঙ্গলবার। রুশ-তুর্কী কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রবিরতি সমঝোতায় ইসলামিক স্টেট (আইএস) এবং বর্তমানে জাবহাত ফতেহ আল-শাম নামে পরিচিতি সাবেক নুসরা ফ্রন্ট অন্তর্ভুক্ত নয়। জাবহাত ফতেহ আল-শামের মুখপাত্র আবু আনাস আল-শামি বলেন, আন্তর্জাতিক জোট এই হামলা চালিয়েছে। ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি বলেছে, ভবনটিতে থাকা বেশ কয়েকজন বন্দীও এই হামলায় হতাহত হয়েছেন। শান্তি আলোচনা বর্জন করছে সিরীয় বিদ্রোহীরা ॥ সিরিয়ায় অস্ত্রবিরতি হুমকির মুখে পড়েছে। সরকারী বাহিনী দামেস্কের কাছে হামলা জোরদার করেছে এবং কমপক্ষে ১০ বিদ্রোহী গোষ্ঠী বলেছে, চলতি মাসে পরিকল্পিত শান্তি আলোচনা তারা বর্জন করতে যাচ্ছে। চলতি মাসের শেষে কাজাখস্তানের রাজধানী আসতানায় এ আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে বিদ্রোহীরা বলেছেন, চারদিন ধরে চলা অস্ত্রবিরতি সিরীয় বাহিনী ভেঙেছে। ফলে তারা আলোচনা বর্জন করতে যাচ্ছে। সিরীয় সরকার, তুরস্ক ও ইরানের সহায়তায় রাশিয়া এ আলোচনার আয়োজন করেছে। বিদ্রোহীরা এক যৌথ বিবৃতিতে বলেছে, অস্ত্রবিরতি অব্যাহতভাবে ভাঙার কারণে বিদ্রোহীরা আসতানায় শান্তি আলোচনা বয়কটের ঘোষণা দিচ্ছে। তারা বলেছে, তারা গোটা সিরিয়ায় অস্ত্রবিরতির প্রতি সম্মান দেখাচ্ছিল।
×