ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিটন আব্বাস

নতুন বছরেও রোনাল্ডো-মেসি!

প্রকাশিত: ০৬:৪১, ৪ জানুয়ারি ২০১৭

নতুন বছরেও রোনাল্ডো-মেসি!

গত প্রায় এক দশক ধরে শ্রেষ্ঠত্বের দ্বৈরথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। বছর শেষে দেখা যায়, এ দু’জনের শোকেসেই জমা পড়েছে প্রায় সব অর্জনের ট্রফি। সদ্য বিদায়ী ২০১৬ সালেও এ চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে শুরু হওয়া ২০১৭ সালেও ফুটবলের এ দুই মহাতারকার দাপট অব্যাহত থাকবে। গত বছর বার্সিলোনার জার্সিতে কোন শিরোপা জিততে পারেননি মেসি। তবে ক্লাব ফুটবলে শীর্ষ পাঁচ ইউরোপিয়ান লীগের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই ২০১৬ সাল শেষ করলেন লিওনেল মেসি। অথচ দারুণ সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার জ¬াতান ইব্রাহিমোভিচের। কিন্তু লিওনেল মেসিকে টপকে সেরার আসনে বসার সুযোগ হাতছাড়া করেছেন ইব্রাহিমোভিচ। এর ফলে গত বছরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা মেসির দখলেই থাকল। গত ২২ ডিসেম্বর থেকে ছুটির আমেজে বার্সিলোনা। আর তাই সুযোগ করে দিয়েছিল ইব্রাকে। বার্সার আর্জেন্টাইন স্ট্রাইকারকে ছাড়িয়ে যেতে ইব্রাহিমোভিচের দরকার ছিল দুই গোলের। ওল্ড ট্রাফোর্ডে বছরের শেষ দিনে মিডলসবোরোর বিপক্ষে জোশে মরিনহোর দল ২-১ ব্যবধানে জয় পায়। তবে এই ম্যাচে গোলবঞ্চিত থেকেই মাঠ ছাড়েন ইব্রাহিমোভিচ। রেড ডেভিলদের হয়ে এদিন গোল দুটি করেন এ্যান্তনি মার্শাল এবং পল পোগবা। বার্সার জার্সিতে ২০১৬ সালে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে ৫১ গোল করেছেন মেসি। অন্যদিকে ইব্রাহিমোভিচের গোল ৫০। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং ম্যানইউর হয়ে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এ মৌসুমেই যে প্যারিস থেকে ইংল্যান্ডে পাড়ি জমান ৩৫ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার। মেসি-ইব্রার পরই অবস্থান লুইস সুয়ারেজের। বার্সার হয়ে প্রতিপক্ষের জালে ৪৮ বার বল পাঠান কাতালানদের এই উরুগুইয়ান স্ট্রাইকার। কিন্তু সেরা তিনেও জায়গা করে নিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত বছরটা স্বপ্নের মতো কেটেছে রোনাল্ডোর। স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন তিনি। নিজের দেশ পর্তুগালকে প্রথমবারের মতো ইউরোর শিরোপা উপহার দিতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে গোলস্কোরিং রেকর্ডে একটু পিছিয়ে সিআর সেভেন। ৪২ বার সতীর্থদের উদযাপনের মধ্যমণি হন ৩১ বছর বছর এ ফরোয়ার্ড। সেরা পাঁচের বাকি সদস্য বেয়ার্ন মিউনিখের রবার্ট লেভানডোস্কি। দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ স্ট্রাইকার গেল বছর সব মিলিয়ে ৩৯টি গোল করেছেন। আন্তর্জাতিক গোলের পরিসংখ্যানে অবশ্য মেসির পরেই রোনাল্ডোর অবস্থান। গত বছর ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে ৫৯ বার গোল করেছেন তিনি। তার চেয়ে আট গোল পিছিয়ে পর্তুগীজ সুপারস্টার। অন্যদিকে, গত বছর সুইডেনের হয়ে পাঁচটি ম্যাচ খেলে একবারও প্রতিপক্ষের জাল খুঁজে পাননি ইব্রাহিমোভিচ। ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো শেষেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি। কোপা ডেল রের শেষ ষোলোর ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে স্পেনের দুই জায়ান্ট ক্লাব। আগামী ৬ জানুয়ারি এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে লুইস এনরিকের বার্সিলোনা। এই মুহূর্তে ছুটি কাটিয়ে ন্যু ক্যাম্পে ফেরার অপেক্ষায় মেসি-নেইমার-সুয়ারেজরা। রিয়াল মাদ্রিদ অবশ্য বার্সিলোনার একদিন আগেই মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ সেভিয়া। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শক্তিশালী সেভিয়াকে আতিথ্য দিবে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ফরাসি কোচের অধীনে রিয়াল দুর্দান্ত। লা লীগায় এখন বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেও তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে। দারুণ সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুরফুরে মেজাজে থেকে রিয়াল মাদ্রিদ তারকা নতুন বছরে আরেকটি অর্জনের কাছাকাছি। ক’দিন বাদে তার হাতেই হয়ত উঠতে যাচ্ছে ফিফা সেরার ট্রফি! এর আগে অবসর সময় কাটাচ্ছেন সি আর সেভেন। আর এক সাক্ষাতকারে রোনাল্ডো জানিয়েছেন, তার আজকের অবস্থান নিজের প্রচেষ্টার ফসল। কাউকে অনুসরণ করে এ পর্যায়ে আসতে হয়নি তাকে। পর্তুগীজ তারকা জানিয়েছেন, নিজের ছেলেকে নিন্দুকদের হাত থেকে রক্ষার চেষ্টা করছেন তিনি! রোনাল্ডো জানিয়েছেন, তার ছেলে ফুটবল সমর্থকদের কাছ থেকে সবসময় সহানুভূতিশীল আচরণ পায় না। এমন খেলোয়াড় আছে, যে রিয়াল মাদ্রিদ তারকার চেয়েও ভাল, এসব কথাই নাকি শুনতে হয় রোনাল্ডো জুনিয়রকে। গত ডিসেম্বরে লিওনেল মেসিকে পেছনে ফেলে চতুর্থবারের মতো বর্ষসেরার খেতাব ব্যালন ডি’অর জয় করেন পর্তুগাল অধিনায়ক। চ্যাম্পিয়নস লীগ, ইউরো ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে ২০১৬ সালটা স্মরণীয় করে রাখেন। কিন্তু সি আর সেভেন জানিয়েছেন, তার ছেলে প্রায়শই মানুষের লক্ষ্যবস্তুতে পড়ে। তার মতে, এ ধরনের লোকজন তাকে ঈর্ষা করে। ছয় বছরের রোনাল্ডো জুনিয়রকে এরকম পরিস্থিতি থেকে দূরে রাখতে চান ৩১ বছর বয়সী রোনাল্ডো। নতুন বছরে আরও বিধ্বংসী হয়ে ফেরার প্রত্যয় জানিয়েছেন মেসি। বার্সিলোনার আর্জেন্টাইন তারকার গেল বছর গেছে মিশ্রভাবে। এবার তাই পুরনো ঝলক ফিরে পেতে চান। আর স্বাভাবিক নৈপুণ্য অব্যাহত থাকলে মেসির সামনে হাতছানি দিচ্ছে বেশ কয়েকটি কীর্তি। এই যেমন বার্সিলোনার হয়ে ৫০০টি অফিসিয়াল গোলের মাইলফলক স্পর্শ করার হাতছানি তার সামনে। প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির বর্তমান গোল সংখ্যা ৪৭৬। মেসির সামনে চ্যাম্পিয়ন্স লীগে গোলের সেঞ্চুরির সুযোগ। চলতি মৌসুমে গ্রুপ পর্বে ১০টি গোল করে সংখ্যাটা ৯৩ তে নিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বার্সার হয়ে ৬০০ ম্যাচ খেলার সামনে দাঁড়িয়ে মেসি। বর্তমানে মেসি ৫৯৩টি ম্যাচ খেলেছেন। বার্সার হয়ে ৪০০তম জয়ের পথে মেসি। এখন পর্যন্ত ৩৯০ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। কাতালানদের হয়ে হয়ে ৫০০ ম্যাচে শুরুর একাদশে থাকার রেকর্ডটাও মেসির হাতের নাগালে। এখন পর্যন্ত ৫৫১টি অফিসিয়াল ম্যাচের মধ্যে ৪৮৪টিতে শুরু থেকেই মাঠে নেমেছেন। এসব কীর্তি ২০১৭ সালেই হয়ে যেতে পারে মেসির।
×