ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন মোল্লাহ্

প্রকাশিত: ০৬:৫৮, ৩ জানুয়ারি ২০১৭

প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন মোল্লাহ্

অধ্যক্ষ ঢাকা কলেজ। বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদপত্র জনকণ্ঠের শিক্ষা সাগর পাতাটি দেশে শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশে শিক্ষা বিষয়ক পাতা প্রকাশে দৈনিক জনকণ্ঠ পথিকৃৎ এ কথা বলাই বাহুল্য। নতুন বছরে শিক্ষাসাগর পাতাটি নতুন আঙ্গিকে আসছে জেনে আমি আনন্দিত। আমাদের প্রত্যাশা সব শ্রেণীর শিক্ষার্থীদের প্রয়োজন পুরণ করবে শিক্ষাসাগর পাতাটি। কেবল গতানুগতিক পাঠ্যসূচি নয় সাধারণ পাঠকেরও জ্ঞান তৃষ্ণা মেটাতে এই পাতা ভূমিকা রাখবে এটাও কাম্য। আমাদের দেশের শিক্ষাথীরা যদি উচ্চমননশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উঠতে পারে এ পাতার মাধ্যমে তাহলে এই পাতা সফল হবে বলে আমি মনে করি। শিক্ষাসাগর পাতার জন্য রইল শুভকামনা। প্রফেসর মোঃ আব্দুস সালাম অধ্যক্ষ নোয়াখালী চৌমুহনী সরকারি এস.এ. কলেজ। নোয়াখালী শিক্ষা সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। আধুনিক বাস্তব সম্মত ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে জনকণ্ঠ পএিকা বহুদিন ধরে শিক্ষাসাগর পাতা বণ্টন করে আসছে। শিক্ষার্থীদের মেধার বিকাশ, সততা ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সহায়ক হিসেবে জনকণ্ঠের এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। জনকণ্ঠ পত্রিকার শিক্ষা সাগর পাতা আগামী দিনে নতুন আঙ্গিকে প্রকাশ হচ্ছে এ আনন্দ সংবাদে নোয়াখালী চৌমুহনী সরকারি এস.এ. কলেজ আনন্দিত। শিক্ষাসাগর পাতার জন্য রইল আন্তরিক শুভকামনা। সাধারণ জ্ঞান ১। সংবাদপত্র, সংবাদ ও মিডিয়ার নানাধর্মী বিষয় ও উপাদান নিয়ে গঠিত মিউজিয়ামকে কি বলে? উ ঃ নিউজিয়াম। ২। বর্তমান বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? উ ঃ ষষ্ঠ। ৩। ‘কুইক হিল’ কি? উ ঃ এ্যান্টি ভাইরাস সফটওয়্যার। ৪। ‘কাবেউস’ জ্বালামুখ কোথায়? উ ঃ চাঁদে ৫। বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি? উ ঃ রিয়াদ উইমেনস বিশ্ববিদ্যালয়।
×