ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কম্বল বিতরণ

প্রকাশিত: ০৬:১৮, ৩ জানুয়ারি ২০১৭

কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২ জানুয়ারি ॥ তীব্র শীতের কবল থেকে হত-দরিদ্রদের রক্ষায় কন্যা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনার দেয়া কম্বল বিতরণ করলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। শনিবার মধ্যরাতে হবিগঞ্জ শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরবর্তী ঢাকা-সিলেট রেলওয়ে সেকশনের জেলার সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরশহরের শায়েস্তাগঞ্জ জংশনের প্ল্যাটফর্ম ও অনাচে কানাছে ঘুমিয়ে থাকা সহায় সম্বলহীন হত-দরিদ্র শতাধিক শিশু-নারী-পুরুষের মাঝে এইসব কম্বল বিতরণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ শফিউল আলম, এডিএম মোঃ এমরান হোসেন, এডিসি (রেভিনিউ) মোঃ রোকনউদ্দিন, সদর এ্যাসি (ল্যান্ড) বিজয় কুমার। পরিবেশ বিষয়ক সম্মেলন রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বায়োইনফরমেটিকস্ এ্যান্ড বায়োস্ট্যাটিসটিকস্ ফর এ্যাগ্রিকালচার, হেলথ এ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে ২০ জানুয়ারি। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন- ইউজিসির সদস্য অধ্যাপক মোঃ ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্স স্টাডিজের নির্বাহী সদস্য ড. মোঃ মখলেসুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। সমাজসেবা দিবসে আলোচনা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ‘সমাজসেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন’ এই সেøাগানকে সামনে রেখে সোমবার র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সমাজসেবা অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে র‌্যালিতে অংশগ্রহণকারীরা বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধ করার সেøাগান সংবলিত প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এরপর ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। বগুড়া সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আসাদুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। শীতবস্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ জানুয়ারি ॥ সোমবার রানীনগর উপজেলার করজগ্রামে ‘উন্নয়নের পথে’ নামে একটি সংগঠনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এদিন সকালে উপজেলার করজগ্রাম খানপুকুরে স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রোমানা হাসান ফেন্সি, মেহেদি হাসান, আব্দুল খালেক, সবুজ, দেলোয়ার হোসেন রতন, নওশাদ আলী প্রমুখ। এ সময় শীতার্ত মানুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়।
×