ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গতি আসছে না রেমিটেন্সে

প্রকাশিত: ০৬:০৩, ৩ জানুয়ারি ২০১৭

গতি আসছে না রেমিটেন্সে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রবাসী বাংলাদেশীদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্সে গতি আসছে না। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়া, ব্যাংকিং চ্যানেলবহির্ভূতভাবে টাকা দেশে আসা এবং কিছু মুদ্রার মান কমে যাওয়ার কারণেই রেমিটেন্সপ্রবাহে গতি আসছে না বলে জানা গেছে। রেমিটেন্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বরে দেশে রেমিটেন্স এসেছে ৯৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, যা তার আগের মাস নবেম্বরেও এসেছে ৯৫ কোটি ১৩ লাখ ডলার। অর্থাৎ মাত্র ৭৪ লাখ ডলার বেশি এসেছে। আর বিগত ৫ বছরের মধ্যে গত নবেম্বরেই প্রথম কোন একক মাস হিসেবে নবেম্বরে ১শ’ কোটি ডলারের নিচে রেমিটেন্স দেশে আসে। বিদায়ী বছরের ডিসেম্বরে এ ধারাবাহিকতা বজায় থাকে। প্রতিবেদনের তথ্যমতে, চলতি অর্থবছরের (২০১৬-১৭) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশে রেমিটেন্স এসেছে ৬১৬ কোটি ৬৮ লাখ ডলার, যা তার আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭৪৮ কোটি ৭১ লাখ ডলার। অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৬৩ শতাংশ বা ১৩২ কোটি ৩ লাখ ডলার কম রেমিটেন্স দেশে এসেছে। এছাড়া ২০১৪-১৫ অর্থবছরের এই সময়ে রেমিটেন্স এসেছিল ৭৪৮ কোটি ডলারের বেশি। সার্বিক বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জনকণ্ঠকে বলেন, তেলের দাম কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যে প্রবাসীদের আয় কমে গেছে। এটি একটি বড় কারণ। এছাড়া অবৈধ পথে রেমিটেন্স পাঠানো নিয়ে আলোচনা আগে থেকেই ছিল। ইমদাদুল হক অগ্রণী ব্যাংকের নয়া জিএম ড. মোঃ ইমদাদুল হক সম্প্রতি মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়ে অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল-২ এ যোগদান করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি আইন, পোস্ট গ্র্যাজুয়েট ইন-ম্যানেজমেন্ট এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন। সর্বশেষ তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তিনি ১৯৮৪ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদান করেন। -বিজ্ঞপ্তি বিএইচবিএফসি’র নতুন এমডি দেবাশীষ চক্রবর্ত্তী অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রবিবার দেবাশীষ চক্রবর্ত্তীকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ পদায়ন করায় তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। বিএইচবিএফসিতে যোগদানের পূর্বে তিনি রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন এবং ব্যবস্থাপনা পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৮ সালে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট ও ১৯৮৯ সালে মাইডাসে চাকরি করেন। ১৯৯৫ সনে বিএইচবিএফসির সহকারী মহাব্যবস্থাপক পদে চাকরিতে যোগদান করেন। -বিজ্ঞপ্তি
×