ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে নির্মূল কমিটির নেতৃবৃন্দের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৫৩, ৩ জানুয়ারি ২০১৭

রাষ্ট্রপতির সঙ্গে নির্মূল কমিটির নেতৃবৃন্দের সাক্ষাত

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, প্রতিনিধি দলের সদস্যরা নির্মূল কমিটির কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা যুদ্ধাপরাধীদের বিচার করায় সরকারের আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করেন। খবর বাসসর নির্মূল কমিটির নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। রাষ্ট্রপতি হামিদ মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের জন্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভূমিকার প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
×