ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

দি ইকোনমিস্ট সেরা বই-২০১৬

প্রকাশিত: ০৬:৫৫, ৩০ ডিসেম্বর ২০১৬

দি ইকোনমিস্ট সেরা বই-২০১৬

দু’হাজার ষোলোয় নিজেদের প্রকাশিত সেরা বইয়ের তালিকা প্রকাশ করেছে ‘দি ইকোনোমিস্ট’। তালিকাটি বিষয়ভিত্তিকÑ 0 রাজনীতি ও সাম্প্রতিক প্রসঙ্গ বিষয়ক বই 0 আত্মজীবনী ও স্মৃতিচারণমূলক বই 0 ইতিহাস বিষয়ক বই 0 অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বই 0 সংস্কৃতি সমাজ ও ভ্রমণ বিষয়ক বই 0 ফিকশন 0 বিজ্ঞান ও প্রযুক্তি এ ছাড়াও ইকোনমিস্ট এর নিজস্ব লেখকদের রচিত বইয়ের একটি আলাদা তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি। রাজনীতি ও সাম্প্রতিক বিষয় চায়না’স ফিউচার লেখক : ডেভিড সামবাঘ। পৃষ্ঠা সংখ্যা : ১৯৫। রাজনীতি ও সাম্প্রতিক বিষয়ভিত্তিক গ্রন্থের মধ্যে চায়না’স ফিউচার স্থান করে নিয়েছে তালিকার এক নম্বরে। বইয়ের বিষয়বস্তু, গণতন্ত্রবিহীন চায়নার বিস্ময়কর অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিকায়ন। রাষ্ট্রবিজ্ঞানে অত্যন্ত সম্মানিত নাম ডেভিড সামবাঘ আলোচনা করেছেন চায়নার অর্থনৈতিক উন্নয়ন রাষ্ট্রবিজ্ঞানের আলোকে। ব্ল্যাক উইন্ড, হোয়াইট স্নো ॥ দি রাইজ অফ রাশিয়া’স নিউ ন্যাশনালিজম। লেখক : চার্লস ক্লোভার, পৃষ্ঠা সংখ্যা : ৩৬০। ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদক চার্লস ক্লোভার আলোচনা করেছেন রাশিয়াতে জেগে ওঠা ইউরোএশিয়ানিজম নিয়ে। রাশিয়ার আত্মপরিচয় খুঁজে ফেরা বিষয়গুলো বিশ্লেষণ করেছেন তিনি। আত্মজীবনী ও স্মৃতিচারণ দি রিটার্ন ॥ ফাদার’স, সন্স এ্যান্ড দি ল্যান্ড ইন বিটুইন লেখক : হিসাম মাতার, পৃষ্ঠা সংখ্যা ২৫৬। অসাধারণ রচনাশৈলীতে হিসাম স্মৃতিচারণ করেছেন পরিবারের প্রকৃতি, বিশেষ করে সেই আবেগের বিষয়গুলা যা বর্তমানকে যুক্ত করে অতীতের সঙ্গে। বিশেষ করে তার নিজের পিতা জাভালা মাতারের সঙ্গে তার সম্পর্ক । যিনি গায়েব হয়ে যান এক লিবীয় কারাগার থেকে। হাফ-লায়ন ॥ হাউ পিভি নরসীমা রাও ট্রান্সফর্মড ইন্ডিয়া লেখক : ভিনয় সিতাপাতি, পৃষ্ঠা সংখ্যা : ৩৯১ এই তালিকায় বইটির অবস্থান তৃতীয় হলেও বিষয় গুরুত্ব নিয়ে প্রিন্সটনের ডক্টরাল স্টুডেন্ট সিতাপাতির বইটি বহুল প্রচারের দাবি রাখে বলেই ‘ইকোনমিস্ট’-এর মত। বিষয়বস্তু নিঃসন্দেহে আপনাকে চমকে দেবে। তিনি নরসীমা রাওকে প্রধানমন্ত্রী হিসেবে স্থান দিয়েছেন নেহরুর পাশে ভারতের অর্থনীতির নতুন রূপকার বা জনক বলে। ইতিহাস দি ওয়াটার কিংডম ॥ এ সিক্রেট হিস্টরি অফ চায়না লেখক : ফিলিপ বাল, পৃষ্ঠা সংখ্যা : ৩১৬ ব্রিটিশ বিজ্ঞান বিষয়ক লেখক ফিলিপ বাল ২০ বছর দায়িত্ব পালন করেছেন ‘ন্যাচার’-এর সম্পাদক হয়ে। তার রচনায় উঠে এসেছে দুই বিখ্যাত নদী ‘দি ইয়েলো রিভার’ এবং ‘দি ইয়াং জি’কে ঘিরে গড়ে ওঠা চায়নার ইতিহাস। দি রোমানোভস : ১৬১৩-১৯১৮ লেখক : সিমন সেবাগ, পৃষ্ঠা সংখ্যা : ৭৮৪ সিমন সেবাগ, জাদুকরী গল্প বলার ক্ষমতা, অপ্রচলিত লেখা আর চমকে দেয়া বর্ণনায় তিনি তুলে এনেছেন সে সময়ের এক নিষ্ঠুর পারিবারিক ক্ষমতার গল্প। অর্থনীতি ও বাণিজ্য দি রাইজ এ্যান্ড ফল অফ আমেরিকান গ্রোথ দি ইউএস স্ট্যার্ন্ডার্ড অফ লিভিং সিনস দি সিভিল ওয়্যার : লেখক : রবার্ট গর্ডন : পৃষ্ঠা সংখ্যা ৭৬২ নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রথাবিরোধী এই অর্থনীতিবিদ তার গ্রন্থে আলোচনা করেছেন বিংশ শতাব্দীর শুরুর মার্কিন অর্থনীতি ও আগামী দিন নিয়ে। গ্লোবাল ইনইক্যুয়ালিটি ॥ এ নিউ এ্যাপ্রোচ ফর দি এজ অফ গ্লোবালাইজেশন লেখক : ব্রাঙ্কো মিলানভিক বেল্কনপ, পৃষ্ঠা সংখ্যা : ২৯৯ বিষয়বস্তু চমক জাগানিয়াবিশ্বজুড়ে অর্থনৈতিক যে অসাম্য বিরাজমান তা আমরা সবাই জানি বলে ধারণা করি। কিন্তু এর কারণ ভাবতে গেলে উত্তর হাতড়ে বেরাতে হবে নিজের কাছে। সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের এই অর্থনীতিবিদ এ গ্রন্থে তুলে ধরেছেন চমকে দেয়ার মতো ভাবনা। সংস্কৃতি সমাজ ও ভ্রমণ ক্লেভারল্যান্ডস ॥ দি সিক্রেট বিহাইন্ড দি সাকসেস অফ দি ওয়ার্ল্ডস এডুকেশন সুপার পাওয়ার্স লেখক : লুসি ক্রিহান, পৃষ্ঠা সংখ্যা : ৩০৪ শিক্ষা বিষয়ক বেশিরভাগ লেখাই একঘেয়ে ও অসম্পূর্ণ। লেখক এখানে খোলা মন নিয়ে নতুন করে তুলে এনেছেন তার ধারণা যা শেষ পর্যন্ত বলে দেয় অন্য দেশগুলোর শিক্ষা ব্যবস্থা থেকেও শিক্ষা নেয়ার অনেক কিছুই আছে। ফ্রি স্পিচ ॥ টেন প্রিন্সিপাল ফর এ কানেকটেড ওয়ার্ল্ড লেখক : টিমোথি গারটন, পৃষ্ঠা সংখ্যা : ৪৯১ ফ্রি স্পিচ ডিবেট ডটকমের প্রতিষ্ঠাতা ও অক্সফোর্ডের শিক্ষাবিদ এই লেখক তুলে ধরেছেন তার সারা জীবনের গবেষণার ফলাফল। ইন্টারনেটের ব্যাপক বিস্তার মত প্রকাশের স্বাধীনতাকে কতটা প্রসারিত করবে তার বিভিন্ন দিক নিয়ে এ বই। এ ছাড়াও ফিকশন ক্যাটাগরিতে ৪টি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ৫টি বই ঠাঁই পেয়েছে ‘দি ইকোনমিস্টে’র সেরা বই তালিকায়।
×