ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জুডো উন্নয়নে জাপানের সহযোগিতা

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশের জুডো উন্নয়নে জাপানের সহযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে জাপান বরাবরই পাশে থাকে। তারই অংশ হিসেবে অল জাপান জুডো ফেডারেশন কর্তৃক বাংলাদেশ জুডো ফেডারেশনকে ১৪১টি জুডো ম্যাটস প্রদান করেছে। জাপানের ইউসেন কোম্পানি লিমিটেড ও ইয়ামাগুচি জেলার সুনান সিটির সৌজন্যে ম্যাটসগুলো দেয়া হয়েছে। গতকাল সোমবার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের জাপানী দূতাবাস বাংলাদেশ জুডো ফেডারেশনকে ম্যাটসগুলো হস্তান্তর করে। এ সময় জাপানী দূতাবাস ও বাংলাদেশ জুডো ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ম্যাটসগুলো প্রদান ও গ্রহণ করেন তারা। উল্লেখ্য, ২০২০ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে জাপান ‘স্পোর্টস ফর টুমোরো’ প্রোগ্রামের আওতায় বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশকে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদানের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশকে দেয়া এই জুডো ম্যাটস সেই অঙ্গীকারের অংশ। অনুষ্ঠানে জাপান দূতাবাসের পক্ষে আশা প্রকাশ করা হয় তাদের দেয়া নতুন এই ম্যাটস বাংলাদেশের জুডো উন্নয়নে কাজে লাগবে। ভবিষ্যত খেলোয়াড় তৈরি, পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধায় জাপানের এই সহযোগিতা উপকারে আসবে। এ ছাড়া সুস্থ শারীরিক ও মানসিক শক্তি বিকাশে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ জুডোতে আরও সাফল্য অর্জনে সক্ষম হবে।
×